পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সাইবার ক্রাইম শাখা দেশের মধ্যে শীর্ষে স্থান পেয়েছে। স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি সম্প্রতি সংসদে পেশ করা একটি প্রতিবেদনে সারা দেশে সাইবার-ক্রাইম ইউনিটের দুর্বল পরিকাঠামোর অবস্থা তুলে ধরেছে। কিন্তু সেই তথ্যে পশ্চিমবঙ্গের প্রশংসা করেছে। তবে এ রাজ্যের সাইবার ক্রাইমে আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যে ৩৩টি সাইবার ক্রাইম শাখা রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলা হয়েছে, গোয়া, অসম, পঞ্জাব এবং রাজস্থানের মতো বেশ কয়েকটি রাজ্যে একটি সাইবার-ক্রাইম সেলও নেই।
সেই জায়গায় বাংলায় সাইবার ক্রাইম সচেতনতা অভিযান চলছে। রাজ্য সরকারের নির্দেশে বাংলার প্রতিটি জেলায় এখন সাইবার ক্রাইম সেল করা হয়েছে। ২০১৮ সালে রাজ্য সরকার সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা জোরদার করার সিদ্ধান্ত নেয়।
রাজ্য পুলিশ বিভাগ এমনকি জেলাগুলি খুঁজে বের করার জন্য একটি সমীক্ষা চালিয়েছে, যেখানে সাইবার-ক্রাইমের বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট করা হয়েছে। একদল পুলিশ সদস্যকেও এ ধরনের অপরাধ পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ রাজ্যে প্রতিটি জেলায় একটি সাইবার ক্রাইম সেল আছে। কলকাতা পুলিশ সাইবার-অপরাধ সম্পর্কে বয়স্ক নাগরিকদের মধ্যে সাধারণ সচেতনতাও বাড়িয়েছে এবং একটি নির্দিষ্ট হোয়াটস অ্যাপ নম্বর চালু করেছে, যেখানে নাগরিকরা সাইবার বা ছোট অপরাধের শিকার হলে তাৎক্ষণিক সাহায্য পাচ্ছে বলে দাবি রাজ্য পুলিশের আধিকারিকদের।