পুবের কলম প্রতিবেদক: যাঁরা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাঁদের জন্য সুখবর। এবার একাধিক পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে আলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।
আলিয়া সূত্রে খবর, কম্পোজিটর, ইলেকট্রিশিয়ান-কাম-জেনারেটর অপারেটর-কাম-পাম্প অপারেটর, টেলিফোন অপারেটর, কেয়ার-টেকার এবং জুনিয়র পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে। সবমিলিয়ে মোট আটটি শূন্যপদ রয়েছে। কম্পোজিটর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে, সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অন্যদিকে, ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। উভয়পদে প্রতি মাসে বেতন হবে ৩২,৮০০ টাকা। টেলিফোন অপারেটর পদে আবেদনের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রতি মাসে বেতন ২৭,৫০০ টাকা। কেয়ার-টেকার পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এ ছাড়াও স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। প্রতি মাসে বেতন হবে ৩২,৮০০ টাকা। অষ্টম পাশেই জুনিয়র পিয়ন পদে আবেদন করা যাবে। প্রতি মাসে বেতন হবে ১৮,৫০০ টাকা। সব ক্ষেত্রেই আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা মূল বিজ্ঞপ্তিতে আছে। সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহীরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর।
1 Comment
Pingback: ‘তারিখ পে তারিখ’: ওবিসি-এ মামলার শুনানি পিছিয়ে চলেছে সুপ্রিম কোর্টে