পুবের কলম ওয়েব ডেস্কঃ আলিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকির ঘটনায় গ্রেফতার প্রাক্তন ছাত্র গিয়াস উদ্দিন মন্ডল। রবিবার নিউটাউন মোহাম্মদপুর এলাকা থেকে অভিযুক্ত প্রাক্তনী ছাত্রকে গ্রেপ্তার করেছে টেকনো সিটি থানার পুলিশ। এই গ্রেফতারের কিছু আগেই গিয়াসের স্বীকারোক্তি, উপাচার্যের সঙ্গে অসভ্য আচরণ করা তার ঠিক হয়নি। রাগের বশে সে ঘটনাটি ঘটিয়েছে। এর জন্য উপাচার্যের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছিল গিয়াস। প্রসঙ্গত, বিক্ষোভের নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলিকে ঘিরে গালিগালাজ ও অসভ্য আচরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে উপাচার্যকে ঘিরে গিয়াস উদ্দিন মন্ডলের প্রাণনাশের হুমকি। যা দেখে শিউরে উঠেছে সুশীল সমাজ। ভাইরাল ভিডিও’র নিন্দার মুখর হয়েছেন অনেকেই। উপাচার্যের সঙ্গে অভদ্র আচরণের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য একটি বিবৃতি প্রকাশ করেছে। লম্বা সেই বিবৃতির অংশে তৃণাঙ্কুর লেখেন, ‘যে ব্যক্তিকে উপাচার্যের উপর আক্রমণ করতে দেখা গেছে, তাকে ২০১৮ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনৈতিক কার্যকলাপের জন্যে বহিস্কৃত করা হয়। পরবর্তী পর্যায়ে আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ থেকেও তাকে বহিস্কৃত করা হয়। তখন থেকেই তার সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের কোনরকম যোগাযোগ নেই’।