পুবের কলম প্রতিবেদক: বিশ্ব যোগ দিবস পালনকে নিয়ে বিতর্কে জড়াল আলিয়া বিশ্ববিদ্যালয় এনএসএস ইউনিট। সোমবার যোগ দিবস অনুষ্ঠান পালন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ঠ উৎসাহ থাকলেও সেই উৎসাহ অন্য রূপ নেয়। অনুষ্ঠান চলাকালীন শেষ পর্বে যোগ ট্রেনার, বাবা রামদেব এর ছবি সমন্বিত পোশাক পরে প্রশিক্ষণ দিচ্ছিলেন। ছাত্রছাত্রীরা এই দেখে ক্ষুব্ধ হয়ে সেই অনুষ্ঠান ছেড়ে অধিকাংশই চলে য়ায়।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, বাবা রামদেবকে বেশির ভাগ সময় নিজের ব্যাবসার জন্য মেডিক্যাল সায়েন্স থেকে শুরু করে কোভিড এর একমাত্র যোদ্ধা ডাক্তারদের নিয়ে প্রায়শই উপহাস করতে দেখা গেছে। সেখানে একটা উন্নত বিশ্ববিদ্যালয় কি ভাবে এই বাবা রামদেবের প্রচারকে মেনে নিতে পারে।
ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ জানায়, অনুষ্ঠানটা আমাদের কাছে যথেষ্ঠ উৎসাহের ছিল, কিন্তু এমন একজন ব্যক্তির প্রচার আমরা কখনই মেনে নিতে পারি না। গোটা মেডিক্যাল সায়েন্স তাকে ছুঁড়ে ফেলেছে, তাই ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠান বয়কট করেছি। কেন এই ভাবে অনুষ্ঠান করতে হল, তার জবাব চাওয়া হয়েছে আলিয়া কর্তৃপক্ষের কাছে।
এই বিষয়ে আলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখে ব্যছবস্থা নেওয়া হবে।
ব্রেকিং
- বাঙুর হাসপাতালে চালু রেফারেল সিস্টেম, ১ নভেম্বর থেকে শহরের পাঁচ মেডিক্যালে চালুর প্রক্রিয়া শুরু
- সেনাদের নিহতের সংখ্যা গোপন করছেন নেতানিয়াহুঃ অভিযোগ লাপিদের
- ১৬ দিনে ৫১০ বার, অব্যাহত বিমানে বোমাতঙ্কের হুমকি
- হিজবুল্লাহর ড্রোনের ভয়ে ছেলের বিয়ে স্থগিত নেতানিয়াহুর
- ইসরাইলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন
- মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্যে মৃত ৭ হাতি, অসুস্থ আরও ২
- অত্যান্ত ‘খারাপ’ অবস্থানে নয়াদিল্লির বায়ু দূষণ
- নবাব মালিক-এর হয়ে প্রচারে ‘বিগ নো’ পদ্ম শিবিরের, মহারাষ্ট্রে অস্বস্তিতে বিজেপি শরীক
- শিক্ষামূলক ভ্রমণে মাছভাজা দিয়ে মদপান শিক্ষকদের, বিহারে তুমুল উত্তেজনা
- নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি করল আইসিসি
- ফিলিস্তিন: মুসলিমদের সরব হওয়ার আহ্বান বাংলাদেশের ধর্ম উপদেষ্টার
- ১৪ দিনে ৩৫০ উড়ানে বোমা হুমকি, রবিবার নয়া হুমকি ৫০