কলকাতাTuesday, 9 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পঠনপাঠন চালু করার নির্দেশ জারি আলিয়ার

mtik
November 9, 2021 7:24 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ কোভিড প্রোটোকল মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করার বিজ্ঞপ্তি জারি করল আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক ও স্নাতকোত্তরের কোর্সগুলিতে পঠনপাঠন শুরু হবে। প্রথম পর্যায়ে ১৬ নভেম্বর শুরু হবে স্নাতক ও স্নাতকোত্তরের চুড়ান্ত বর্ষ এবং গবেষকদের ক্লাস শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে স্নাতকোত্তর প্রথম বর্ষ– বি’টেক তৃতীয়বর্ষ এবং এমবিএ তৃতীয় এবং চতুর্থ বর্ষের পড়ুয়াদের ক্লাস শুরু হবে ২৩ নভেম্বর থেকে।

তৃতীয় পর্যায়ে স্নাতক এবং এমবিএ’র প্রথম এবং দ্বিতীয় বর্ষের  পড়ুয়াদের ক্লাস শুরু হবে ৩০ নভেম্বর থেকে। ক্লাস শুরু করার আগে সমস্ত প্রক্রিয়া চলছে। হস্টেলগুলি পরিস্কারের কাজও হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সৈয়দ নুরুস সালাম বলেন, প্রতিটি বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে। মেইনটেনেন্স কমিটিকেও প্রয়োজনীয় কাজগুলি ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী– শিক্ষক– শিক্ষাকর্মীদের নিয়মিত হাজিরা চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।