পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষায় নতুন পালক। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা হল ভারতের। অগ্নি-৪ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এই মিসাইল।
অগ্নি-৪ এর সফল পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি রুটিন পরীক্ষা। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সফল উৎক্ষেপণ করা হয়।
গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র এক থেকে দুই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ৪০০০ কিলোমিটার রেঞ্জের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়৷ অগ্নি ৪ অগ্নি সিরিজের চতুর্থ মিসাইল৷ উৎক্ষেপণ করা অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।