কলকাতাSaturday, 2 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পুজোতে মেট্রোয় যাত্রীদের অতিরিক্ত সুবিধা

mtik
October 2, 2021 8:10 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: পুজোয় যাত্রীদের অতিরিক্ত সুবিধা দিতে চলেছে মেট্রো। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে মজুত রাখা হচ্ছে অতিরিক্ত ৬ লক্ষ স্মার্ট কার্ড। অন্যদিকে পুজোর কটা দিন মেট্রো বাড়ানোর ভাবনাও রয়েছে। ফলে পুজোয় যারা ঘুরতে বেরোবেন তাঁদের অনেকটাই সুবিধা হবে।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি জানান, এমন অনেক যাত্রী আসবেন, যারা নিয়মিত মেট্রোয় যাতায়াত করেন না। তাদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত প্রায় ৬ লক্ষ স্মার্ট কার্ড রাখা হবে। যে সমস্ত যাত্রী শুধুমাত্র পুজোর সমস্ত  স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করবেন, তাঁরা প্রয়োজন হলে পুজোর শেষে স্মার্ট কার্ড ফেরত দিয়ে রিফান্ড নিতে পারবেন। আগামী সপ্তাহে, সম্ভবত সোমবারই এই সমস্ত বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনায় বৈঠকে বসছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে, পুজোর দিনগুলোতে মেট্রো বাড়ানো প্রসঙ্গে মনোজ যোশি জানান, রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা সেই মতোই কাজ করা হবে।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর সোমবার থেকে কর্মব্যস্ত পাঁচদিন আরও ১০টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ৮৩টি আপ এবং ৮৪টি ডাউন ট্রেন। দিনের ব্যস্ততম সময়ে পাঁচ মিনিট অন্তর মেট্রো চলবে সোমবার থেকে। দক্ষিণেশ্বর-দমদম এবং কবি সুভাষ থেকে আগের মতোই দিনের প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ৯টা ১৮ মিনিটে এবং দমদম ও কবি সুভাষ থেকে সাড়ে ৯টায় দিনের শেষ মেট্রো পাওয়া যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা আগের মতোই অপরিবর্তিত থাকছে। যাদের স্মার্ট কার্ড রয়েছে তারাই মেট্রো পরিষেবা নিতে পারবে।