পুবের কলম প্রতিবেদকঃ দুর্গাপুজো মিটলেই হতে পারে পুরভোট। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমনই আভাস পাওয়া গেল। রাজ্যের ১৩২টি পুরসভার মধ্যে কলকাতা সহ ১১২টির মেয়াদ বহুদিন আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক মহলের বক্তব্য– মুখ্যমন্ত্রীর দিক থেকে সাড়া পাওয়া গেছে মানেই এই বছরের শেষের দিকেই হতে পারে পুরভোট।
শনিবার রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর নবান্নে এক সাংবাদিক বৈঠক চলাকালীন পুরভোটের কথা মুখে না বললেও কার্যত সে দিকেই ইশারা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে যে জেলায় উপনির্বাচন রয়েছে সেখানে তা মিটে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। তার পরই তাঁকে বলতে শোনা যায়, উৎসবের দিনগুলো যেন আমরা কেউ কাউকে বিরক্ত না করি। উৎসবের দিনগুলি চলে যাক, যেখানে যেখানে নির্বাচন বাকি আছে তার প্রচার যেন ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত করা হয়। পুজোও করতে হবে– ভোট করতে হবে। তারপর এই নির্বাচনগুলো হয়ে গেলে আমাদের অন্যান্য নির্বাচন রয়েছে, সেদিকেও আমরা যাব।’