কলকাতাTuesday, 19 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব বঙ্গ বাণিজ্য সন্মেলনেই আদানি গোষ্টীর ২০০০ কোটির বিনিয়োগ! জল্পনা তুঙ্গে

mtik
April 19, 2022 4:17 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ রাত পোহালেই দু দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সন্মেলন। আজ মঙ্গলবার থেকেই  রাজ্যে পা রাখবেন  তাবড় শিল্পপতিরা। তার মধ্যেই উজ্বল হল শিল্পপতি গৌতম আদানির রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা। সূত্রের খবর বেলুড়ে লজিস্টিক হাব গড়ে তুলতে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্টী। ১০০ একর জমির ওপর ২০০০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

 

বুধবার থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে  শুরু হতে চলা এই সন্মেলনেই হতে পারে চূড়ান্ত চুক্তি। আরও জানা যাচ্ছে বেলুড়ে আগে যেখানে নিসকোর  কারখানা ছিল সেখানেই হতে গড়ে ওঠার সম্ভাবনা এই লজিস্টিক হাবের।

মনে করা হচ্ছে হাওড়ার খুব কাছে এই এলাকা, তাছাড়াও যেহেতু পাশেই রয়েছে গঙ্গা, তাই স্থল এবং জলপথ উভয় দিক দিয়েই পণ্য পরিবহনের সুবিধা রয়েছে। এছাড়াও অমৃতসর-ডানকুনি ফ্রেট করিডোর গঠিত হলে সেই সুবিধাও মিলবে।

উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন গৌতম আদানি। গত মাসে নবান্নে মমতার সঙ্গে গৌতমের ছেলে করণও দেখা করেছিলেন।  তাই রাজ্যে বিনিয়োগের একটা আবহ আগে থেকেই ছিল। বিশ্ব বঙ্গ বাণিজ্য সন্মেলনে এই চুক্তি সম্পাদিত হলে নিসন্দেহে তা এই সন্মেলনের যথার্থতাকে আরও সু প্রতিষ্ঠিত করবে।