পুবের কলম, ওয়েবডেস্কঃ নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মমতা বন্দোপাধ্যায় বৈঠক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের এই প্রথমসারির শিল্পপতির বৈঠক। নবান্ন সূত্রের খবর– এই শিল্পপতি রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। জানা গিয়েছে– হলদিয়া এবং খিদিরপুর বন্দরে বিনিয়োগ করতে চান তিনি। জানা গিয়েছে– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের এই প্রথমসারির শিল্পপতিকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর। যদিও এই বৈঠক নিয়ে নবান্নের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নবান্নের সূত্রে যেটুকু খবর পাওয়া গিয়েছে– আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইতিমধ্যেই দেশের পূর্ব উপকূলে বিনিয়োগের পথ খুঁজছে। মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর প্রধান।
প্রসঙ্গত– এ দিন মুম্বই থেকে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি নবান্ন চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পিছু পিছু নবান্নে আসেন গৌতম আদানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা কথা হয়। যতদূর জানা গিয়েছে– হলদিয়া পেট্রোকমে একটা অংশে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন তিনি। সেই ব্যাপারে তিনি দরপত্র দিয়েছেন। এ ছাড়া খিদিরপুরে ছয়টি বার্চ পরিচালনার জন্য তিনি আগ্রহ দেখিয়েছেন বলে খবর।
নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি উপস্থিত থাকতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আগামী বছর এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে পারেন বলে খবর।
বিরোধীরা বরাবরই রাজ্যকে শিল্প বন্ধ্যা বলে কটাক্ষ করেন। এক্ষেত্রে বাস্তবে আদানি শিল্পগোষ্ঠী যদি রাজ্যে বিনিয়োগ করে তা রাজ্য সরকারের জন্য যে বড় সাফল্য হবে তাতে কোনও সন্দেহ নেই। আগেই আম্বানির রিলায়েন্স গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করেছে। এবার আদানি গোষ্ঠী বিনিয়োগ করলে রাজ্য সরকারের জন্য তা সোনায় সোহাগা হতে চলেছে।