পুবের কলম, ওয়েবডেস্কঃ হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। কর্নাটকের উদুপি থেকে শুরু হওয়া বিতর্কের আঁচ ক্রমশ গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। এখনও এই বিতর্কের অবসান ঘটেনি। কর্নাটকের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেছে এই মামলা।
তবে এবার পোশাক বিতর্কে নাম জড়াল এই রাজ্যের। ঘটনার সূত্রপাত টর্ন বা ছেড়া জিনস পরা নিয়ে। এই পোশাক বিতর্কে নাম জড়িয়েছে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের।
সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কেউ টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে কলেজে আসলেই টিসি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
গত ২৩ মার্চ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই নির্দেশিকা শুধু কলেজ পড়ুয়াদের জন্য নয়। কলেজ কর্মীদেরও এই নিয়ম মেনে চলতে হবে।
কলেজের অধ্যক্ষের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেঁড়া কোনও পোশাক পরে কলেজে প্রবেশ করা যাবে না। বিশেষত ছেঁড়া বা টর্ন প্যান্ট পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ করা হয়েছে, এই ধরনের পোশাক ভদ্র নয়। এরকম পোশাক পরে কলেজে প্রবেশ করলেই টিসি দেওয়া হবে পড়ুয়াদের।
এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি জানিয়েছেন, কলেজের পক্ষে ওই ধরনের পোশাক শোভনীয় নয়। তাই এই নির্দেশিকা জারি করা হয়েছে। অনেক সময়ে ছেঁড়া জিনস পরে কলেজ পড়ুয়াদের আসতে দেখা গেছে। তাঁর ঘরেও প্রবেশ করেছিলেন কেউ কেউ। এই ধরনের পোশাককে কখনই ভদ্র পোশাক বলে মনে হয়নি। তাঁর নিজের ছেলে ও মেয়েও ওই কলেজেই পড়াশোনা করেন।
অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনেকেই। কেউ বিরোধিতা করেননি।
অধ্যক্ষ বলেন, পোশাক প্রত্যেকের পছন্দ মতো পরতে পারেই। তবে ফ্যাশন’ বাইরেই থাকা উচিত, কলেজের মধ্যে কোনও প্রয়োজন নেই। নির্দেশিকা না মানা হলে অভিভাবককে ডেকে কলেজ থেকে বহিষ্কার করবেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কর্নাটকে হিজাব পরা নিয়ে বিতর্কে মুখে পড়তে হয় একদল পড়ুয়াকে। মামলা আদালত পর্যন্ত গড়ায়। এমনকী যেসব পরীক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় দেয়নি, তারা আর পরীক্ষায় বসতে পারবে না বলে জানিয়ে দেন কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নাগেশ।
ব্রেকিং
- বাংলাদেশে নয়া নির্বাচন কমিশনার
- ইউক্রেনের দখল করা ভূখণ্ড ছাড়বে না রাশিয়া
- ইসরাইলের হাতে নিহত গাজার ১৭ হাজার শিশু, এতিম ৩৫ হাজার
- গয়ংগচ্ছ ভাবের অভিযোগ, শূন্যের গেরো কাটাতে ‘ভোটকুশলী’ চেয়ে বিজ্ঞাপন CPIM-এর
- অস্ট্রেলিয়া-ভারত পারথে সিরিজ: ভারতের ব্যাটিং ও বোলিং শক্তি
- শীতকালীন অধিবেশনে পাঁচ নতুন বিল পেশ করতে চলেছে মোদি সরকার
- অসম-মণিপুর সীমান্ত সিল
- ১২ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
- আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে সিবিআই অফিস অভিযান সিপিএমের
- নিউটাউনে সড়ক দুর্ঘটনা, মৃত ১
- ভোট আবহে মহারাষ্ট্রে উদ্ধার ১০,০৮৪ কেজি রুপো