কলকাতাMonday, 18 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গরহাজির বিচারপতি, হাইকোর্টে পেশ হলনা আনিস কাণ্ডের তদন্ত রিপোর্ট

mtik
April 18, 2022 7:03 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক­ সোমবার কলকাতা হাইকোর্টে গরহাজির বিচারপতি। আর তাই এ দিন পেশ হল না আনিস-কাণ্ডের রিপোর্ট। আদালত সূত্রে খবর– এ দিন আনিস খুনের ব্যাপারে সিটের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা এজলাসে হাজির ছিলেন না– তাই রিপোর্ট পেশ করা হয়নি। জানা গিয়েছে– বিচারপতি আনিস খানের মৃত্যু  রহস্য নিয়ে তদন্তের রিপোর্ট পেশ করার জন্য সিটকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু এ দিন বিচারপতি নিজেই এজলাসে হাজির ছিলেন না। এ দিকে বিচারপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আনিস খানের বাবা।

বিচারপতির না আসা নিয়ে আনিসের বাবা সালেম খান বলেন– বিচারপতি অসুস্থতার কারণে এলেন না– নাকি মুখ্যমন্ত্রীর চাপে এজলাসে বসলেন না– তা পরিষ্কার নয়। এক সপ্তাহের মধ্যে বিচারপতি এজলাসে না বসলে বুঝব– মুখ্যমন্ত্রীর চাপেই এটা হচ্ছে। এই কারণেই আমি প্রথম থেকে ছেলের মৃত্যুর সিবিআই  তদন্ত দাবি করে আসছি। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলেও জানান আনিসের বাবা সালেম খান।

প্রসঙ্গত– গত ১৮ মার্চ আমতার দক্ষিণ সারদা খাঁন পাড়ায় অস্বাভাবিক মৃত্যু  হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও এনআরসি বিরোধী ছাত্রনেতা আনিস খানের। অভিযোগ– পুলিশ আনিসকে বাড়ির ছাদ থেকে ফেলে খুন করেছে। সেই ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা। শুধু তাই নয়– কলকাতা হাইকোর্টে  মামলাও হয়। আদালত অবশ্য রাজ্য সরকারের গড়ে দেওয়া সিট বা  বিশেষ তদন্তকারী দলের উপরেই ভরসা রাখে। প্রাথমিকভাবে বলা হয়েছিল সিট ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা করবে। কিন্তু ১৫ দিনের সময়সীমা পেরিয়ে গেলে সিট পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারেনি। তারপর ফের এক মাস সময় দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই হিসাবে এ দিন রিপোর্ট জমা করার কথা ছিল বলে খবর। কিন্তু বিচারপতি এজলাসে না আসায়  রিপোর্ট পেশ করা যায়নি।