পুবের কলম, ওয়েবডেস্কঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে। ইউক্রেনে পড়াশোনা করতে গিয়ে আটকে বহু পড়ুয়া। সন্তানদের বাড়ি ফেরার চিন্তায় উদ্বিগ্ন পরিবার। রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরাতে তোড়জোড় শুরু করল নবান্ন। কোন জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন, প্রতিটি জেলা থেকে তার একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে। ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে ইতিমধ্যেই কন্ট্রোল রুমও খুলেছে রাজ্য সরকার৷
কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷ আইএএস অফিসারের অধীনে এই কন্ট্রোল রুম পরিচালনা করবেন WBCS অফিসাররা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে কন্ট্রোল রুম। ২টো শিফটে কাজ হবে।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে বাংলার বহু পড়ুয়া। আটকে রয়েছে এরাজ্যর বহু মানুষ। এদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। যুদ্ধের পরিস্থিতিতে আতঙ্কে ছাত্র-ছাত্রীরা। এদের মধ্যে পড়ুয়ার কাছে থাকা টাকা শেষ। বন্ধ এটিএম। পরিবারের সঙ্গে যোগাযোগের ভরসা বলতে শুধু হোয়াটস অ্যাপ কল। চার্জ না থাকলে তাও সম্ভব হবে না। বৃহস্পতিবারই বিদেশমন্ত্রকের তরফে চালু করা হয়েছে কন্ট্রোলরুম। চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার, ২৪ ঘণ্টার ইমারজেন্সি নাম্বার।