পুবের কলম ওয়েবডেস্কঃ উচ্চপ্রাথমিকে ফের দুর্নীতির অভিযোগ। পদবী নিয়ে উঠছে অভিযোগ। বলা হচ্ছে কূর্মী এবং মাহাতো সম্প্রদায়ভুক্তরা তফশিলি উপজাতি সম্প্রদায়ের মধ্যে পড়েনা,কিন্তু এই দুই পদবীর প্রার্থীরাই ২০১৬ সালে উচ্চপ্রাথমিকের নিয়োগে এসসি বা সিডিউল ট্রাইব ক্যাটাগরিতে আবেদন করেছেন। মোট ৭৫ জন চাকুরীপ্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রকৃত তফশিলি সম্প্রদায়ের পরিক্ষার্থীরা। এই মামলায় রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে কুর্মী এবং মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধিরা তফশিলি সম্প্রদায়ের মধ্যে পড়েননা। রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছে শিক্ষা দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখে আদালতে জানাবে। তবে এরজন্য দরকার কিছুটা সময়।
উল্লেখ্য এর আগেই উচ্চ প্রাথমিকে সমস্ত অভিযোগ নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্ট রাজ্যকে তিনমাস সময় দিয়েছে।