Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মুখ্যমন্ত্রী হওয়ার পর মোদির সঙ্গে দেখা, 'সৌজন্য সাক্ষাৎ' দাবি হেমন্ত সোরেনের

Bipasha Chakraborty

Published: 15 July, 2024, 05:24 PM
মুখ্যমন্ত্রী হওয়ার পর মোদির সঙ্গে দেখা, 'সৌজন্য সাক্ষাৎ' দাবি হেমন্ত সোরেনের

 

নয়াদিল্লি, ১৫ জুলাই: দীর্ঘ টালবাহানার পর জেল থেকে ছাড়া পান হেমন্ত সোরেন। জেল থেকে বেরিয়েই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদেও বসেন সোরেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎকে একটি 'সৌজন্যমূলক সাক্ষাৎ' বলেই দাবি করেছেন সোরেন। 

প্রসঙ্গত, রাঁচিতে ৮.৮৬ একর জমির মালিকানা সংক্রান্ত টাকা তছরুপের মামলায় অভিযুক্ত গ্রেফতার হওয়ার আগে গত ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। তাঁর জায়গায় ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। ২৮ জুন হেমন্ত সোরেনকে জামিন দেয় ঝাড়খণ্ড আদালত। জামিনে মুক্তি পাওয়ার পরে গত ৪ জুলাই জেএমএম নেতা হেমন্ত মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।  

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সোরেনের আর্জি ছিল, ভোটপ্রচার করার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক। কিন্তু সেই আর্জি নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত রীতিমতো ভর্ৎসনা করে জেএমএম নেতাকে। ফলে ভোটের মধ্যে আর জেল থেকে বের হতে পারেননি হেমন্ত। কিন্তু নতুন সরকার গঠনের কয়েকদিন পরেই সোরেনকে জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট।

Leave a comment