Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

নিট দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মূল পান্ডা, তদন্তে কমিটি গঠন কেন্দ্রের

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 07:27 PM
নিট দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মূল পান্ডা, তদন্তে কমিটি গঠন কেন্দ্রের

 

নয়াদিল্লি, ২২ জুন:  পরীক্ষায়, অনিয়ম দুর্নীতি কাণ্ডে উত্তপ্ত দেশ। শনিবার গ্রেটার নয়ডার নিমকা গ্রাম থেকে প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে রবি অত্রিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ টাস্ক ফোর্স। পুলিশি তদন্তে এই রবিই নিট দুর্নীতি কাণ্ডের মূলচক্রী। আগেই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এর পর ঝাড়খণ্ড থেকে এই কাণ্ডের আরেক সন্দেহভাজন মূলচক্রী সিকন্দর যাদবেন্দ্র-সহ ৫ জন জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কোণঠাসা কেন্দ্র সরকার।  ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্বারা স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠু পরীক্ষা সম্পন্নে নজরদারি চালাতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। এনটিএ-র যাবতীয় কার্যক্রম এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখবে এই কমিটি। নিট, নেট-সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবেন কমিটির সদস্যরা। দুমাসের মধ্যে মন্ত্রককে রিপোর্ট দেবে কমিটি। সাত সদস্যের এই কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণন, এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি জে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামমূর্তি কে, কর্মযোগী ভারতের সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন আদিত্য মিত্তল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। 

Leave a comment