Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

লুঠের নতুন টেকনিক, দিল্লিতে সক্রিয় 'খুজলি গ্যাং'

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 15 July, 2024, 04:53 PM
লুঠের নতুন টেকনিক, দিল্লিতে সক্রিয় 'খুজলি গ্যাং'

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লিতে অপরাধমূলক কাজকর্ম দিনদিন বাড়ছে। তা সে খুন হোক, পা লুঠ। দিল্লির সদর বাজার এলাকায় নতুন এক ধরণের লুঠ শুরু হয়েছে। একটি গ্যাং হাতে নিয়ে ঘুরছে চুলকানির পাউডার। টার্গেট ঠিক করে, কিছুক্ষণ তার পিছু নেওয়ার পর পিছন থেকে পিঠে ঢেলে দিচ্ছে চুলকানির পাউডার। সেটা সক্রিয় হতেই জিনিসপত্র রেখে গা–হাত–পা চুলকাতে শুরু করছে আক্রান্ত ব্যক্তি। এক পর্যায়ে শার্ট খুলে রেখে দিয়ে গা চুলকাতে শুরু করলে, সুযোগ বুঝে শার্ট এবং জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে অপরাধীরা।

সদর বাজারে হিরে থেকে জিরে সবই পাওয়া যায়। গোটা দিল্লির মানুষ সেখানে আসেন জিনিসপত্র কিনতে। ভিঁড়ের জেরে রাস্তায় হাঁটতেও বেগ পেতে হয়। সেই সুযোগেই চলছে লুঠ। বেশ কয়েকবার এধরণের অভিযোগ আসার পর রবিবার জলপাইগুড়ির রাজেন্দ্র ও মুন্না নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে এই দুষ্কৃতিরা কিভাবে অপরাধ করছে, তা ধরা পড়েছে। খবর ছড়িয়ে পড়ার পর সদর বাজারের ক্রেতারা সাবধানে পা ফেলছেন।

 

দেশ - এর থেকে আরোও খবর

khujli gang khujli gang in dellhi

Leave a comment