Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সহ ৫ আমলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, মামলা দায়ের নাইডু প্রশাসনের

Kibria Ansary

Published: 12 July, 2024, 05:42 PM
অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সহ ৫ আমলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, মামলা দায়ের নাইডু প্রশাসনের

হায়দরাবাদ, ১২ জুলাই: অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সহ পাঁচ আমলার বিরুদ্ধে দায়ের হল খুনের চেষ্টার মামলা। টিডিপির এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল চন্দ্রবাবু নায়ড়ুর সরকার। সূত্রের খবর, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ পাঁচ আমলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন অন্ধ্রের উন্ডির টিডিপি বিধায়ক কে রঘুরাম কৃষ্ণ রাজু। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং প্রাক্তন সিআইডি প্রধান পিভি সুনীল কুমার, প্রাক্তন গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি আরও তিন আমলার বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।

টিডিপি বিধায়কের অভিযোগ, ২০২১ সালে হায়দরাবাদে তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। গ্রেফতারের পর তাঁকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। রাজুর দাবি, সিআইডি-র কাছে ট্রানজিট অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না, তারপরও তাঁকে গুন্টুরে সিআইডির অফিসে স্থানান্তরিত করা হয়। লিখিত অভিযোগে টিডিপি বিধায়ক উল্লেখ করেন, "২০২১ সালের ১৪ মে আমাকে নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি। আইনকে পুরোপুরি উপেক্ষা করে রাজ্য প্রশাসন। শারীরিকভাবে নিগৃহ করে আমাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। ধমকে-চমকে ওইদিন রাতেই জোর করে গুন্টুরে সিআইডি দফতরে নিয়ে যাওয়া হয়।"

পুলিশি নির্মম অত্যাচারের কথা উল্লেখ্য করে রাজু বলেন, তৎকালীন সিআইডি প্রধান পিভি সুনীল কুমার ও গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাঁকে বেল্ট-লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছিলেন। ফোন কেড়ে নিয়ে বারংবার পাসওয়ার্ড চাওয়া হয়েছিল। পাসওয়ার্ড দিতে অস্বীকার করলে দফায় দফায় মারধর করা হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার হওয়ার পরও আমাকে ওষুধ খেতে দেওয়া হয়নি। পুলিশ আধিকারিকরা জানতেন, আমার হার্ট সার্জারি হয়েছে। তারপরও রেহাই মেলেনি।

নায়ড়ুর বিধায়কের অভিযোগ, কয়েকজন পুলিশ আধিকারিক তাঁর বুকের ওপর বসে অত্যাচার চালান। তারা আমাকে খুনের চেষ্টা করেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সমালোচনা করলে আমাকে খুন করা হবে বলেও হুমকি দিয়েছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান পিভি সুনীল কুমার। টিডিপি বিধায়কের দাবি, মারধরের পর তাঁকে একটি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসকরা তাঁর সাথে খারাপ আচরণ করেছিলেন। পুলিশি প্ররোচনায় চিকিৎসক প্রভাবতী ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট দিয়েছেন।

এদিকে প্রভাবতী গুন্টুর গভর্নমেন্ট জেনারেল হাসপাতালের প্রাক্তন সুপারিন্টেন্ডেন্ট এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আর বিজয় পালকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

Leave a comment