Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'কুরুচিকর শব্দ ব্যবহার বন্ধ করুন, নির্বাচনে হার জিত আছেই', স্মৃতির পাশে দাঁড়ালেন রাহুল

Bipasha Chakraborty

Published: 12 July, 2024, 08:38 PM
'কুরুচিকর শব্দ ব্যবহার বন্ধ করুন, নির্বাচনে হার জিত আছেই',  স্মৃতির পাশে দাঁড়ালেন রাহুল

 

 

 

 

 

 

 

 


 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: আমেথিতে রাহুল গান্ধিকে হারানোর পর অনেক লম্বা চওড়া কথা বলেছিলেন স্মৃতি ইরানি। নরেন্দ্র মোদির 'বিশেষ স্নেহ ধন্য' স্মৃতি ইরানি সময় পেলেই পরাজয় নিয়ে রাহুলকে খোঁচা দিয়েছেন। ন্যূনতম স্নাতক ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রথম মোদি জমানায় তাঁকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বানানো হয়েছিল। এর পর তাঁকে আর দেখে কে ! লাগাতার রাহুলকে কটাক্ষ করেছিলেন স্মৃতি মজা নিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু রাহুল বুঝিয়ে দিলেন, তিনি রাজনৈতিক সৌজন্যে বিশ্বাসী। স্মৃতি ইরানির পাশে দাঁড়িয়ে এ বার দলীয় নেতা-কর্মীদের বার্তা দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিন্দুকদের উদ্দেশে রাহুল বলেন, স্মৃতির বিরুদ্ধে অবমাননাকর ভাষা থেকে বিরত থাকতে হবে।

লোকসভার বিরোধী দলনেতা লেখেন, মানুষকে অপমান করা দুর্বলতার লক্ষণ। জীবনে জয়-পরাজয় ঘটেই। আমি সকলকে এই বিষয়ে স্মৃতি ইরানির বা অন্য কোনও নেতার প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি। মানুষকে অপমান করা কোনও ভাবেই শক্তি দেখানোর পর্যায়ে পড়ে না। বরং তা দুর্বলতার লক্ষণ।' এক্স হ্যান্ডলে লেখেন রাহুল। 

যে আমেথি থেকে জয়ী হয়ে স্মৃতি 'অহংকারের' বশে রাহুলকে কটাক্ষ করছিলেন সেই আমেথিই এবার তাঁকে হারিয়ে দিয়েছে। কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে লক্ষাধিক ভোটার হেরেছেন তিনি। চূর্ণ হয়েছে জয়ের দর্প। এমন পরিস্থিতিতে রাহুল বুঝিয়ে দিলেন ব্যক্তির বিরুদ্ধে তাঁর লড়াই নয়। তিনি লড়ছেন আদর্শে জন্য, দেশের জন্য। এবার তিনি লোকসভার বিরোধী দলনেতা। সংসদের ভিতরে ও বাইরে, কথায় এবং কাজে বারবার তার প্রমাণ দিচ্ছেন রাহুল। 

 

 

Leave a comment