Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

‘রিমোট কন্ট্রোল সরকার' কংগ্রেসকে খোঁচা মোদির, ওয়াক আউট বিরোধীদের

Kibria Ansary

Published: 04 July, 2024, 02:23 PM
‘রিমোট কন্ট্রোল সরকার' কংগ্রেসকে খোঁচা মোদির,  ওয়াক আউট বিরোধীদের

নয়াদিল্লি, ৪ জুলাই: নিজেদের উত্থাপিত প্রশ্নের উত্তর শোনার মত ধৈর্যও নেই বিরোধীদের। তারা কেবল পালাতে পারে। বুধবার রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াক আউট করা নিয়ে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদি বলেন, ‘এখানে যারা বসে আছেন তারা অটো পাইলট অথবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার চালাতে অভ্যস্ত। তারা কাজ করায় বিশ্বাসই করে না, তারা শুধু অপেক্ষা করতে জানে।’

এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তেব্যের মধ্যেই জবাব দিতে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু চেয়ারম্যান জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীর ভাষণে হস্তক্ষেপ করার অনুমতি না দেয়ায় ওযাক আউট করেন বিরোধীরা। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোঁচা দেওয়াকে কেন্দ্র করে ওয়াক আউট করেন তারা।

বিরোধীদের অভিযোগ, ওই সময় প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং থাকলেও আড়ালে থেকে কার্যত সরকার চালাতেন সোনিয়াই। সেই সময় থেকেই ইউপিএ সরকারকে ‘রিমোট কন্ট্রোল’ সরকার বলে কটাক্ষ করত বিরোধীরা। দীর্ঘদিন পর সংসদে সেই পুরনো ইস্যু খুঁচিয়ে তোলেন মোদি। ভাষণে মোদি আরও বলেন, ‘আমরা কঠোর পরিশ্রমে কোন ফাঁক রাখি না। গত ১০ বছরে আমরা যা করেছি এখন তার চেয়েও বেশি কাজ করব। আমাদের স্বপ্ন কী তা মাথায় রেখে এই ১০ বছর ছিল আমাদের কাছে সূচনাপর্ব। মূল কাজ শুরু হয়েছে এখন।’

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের সময় খাড়গেকে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া হয়নি বলে এক পর্যায়ে বিরোধী দলের সাংসদরা ‘এলওপি কো বলনে দো’ ‘খাড়গেকে বলনে দো’ বলে স্লোগান দিতে থাকে। স্লোগানের মধ্যে মোদি তার বক্তব্য থামিয়ে বলেন, যারা এতদিন ধরে মিথ্যা ছড়িয়ে এসেছে তাদের সত্য কথা শোনার মত সৎ সাহস নেই।

দেশ - এর থেকে আরোও খবর

Modi slams Congress 'remote control government' Walk out opponents

Leave a comment