Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

যন্ত্রের মতো নির্দেশ নয়, বিরল মামলাতেই আদালতগুলিকে জামিন স্থগিতের পরামর্শ সুপ্রিম কোর্টের

Bipasha Chakraborty

Published: 12 July, 2024, 07:44 PM
যন্ত্রের মতো নির্দেশ নয়, বিরল মামলাতেই আদালতগুলিকে জামিন স্থগিতের পরামর্শ সুপ্রিম কোর্টের

 

নয়াদিল্লি, ১২ জুলাই:  বিরল মামলায় জামিন স্থগিত করার নির্দেশ দিতে হবে, যন্ত্রের মতো 'জামিন স্থগিত' করে দেওয়া যাবে না। কোর্টগুলিকে শুধুমাত্র ব্যতিক্রমী মামলার ক্ষেত্রেই জামিন স্থগিত করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি জর্জ মসিহের ডিভিশন তার পর্যবেক্ষণে বলেন আদালত কখনই একজন বিচারাধীন ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। উপযুক্ত কোনও কারণ ছাড়াই যন্ত্রের মতো জামিন স্থগিত করা যায় না। শুক্রবার শীর্ষ আদালত বলে, শুধুমাত্র বিরল ও ব্যতিক্রমী মামলায় বিচারাধীন ব্যক্তির জামিন স্থগিত করা উচিত। যেমন অভিযুক্ত যদি কোনও জঙ্গি কার্যকলাপের মতো ঘটনায় জড়িত থাকে সেক্ষেত্রে, এছাড়াও গুরুত্বপূর্ণ কোনও মামলা। সব মামলায় জামিন স্থগিত প্রযোজ্য নয়। ডিভিশন আর্টিকেল ২১ ধারার কথা মনে করিয়ে দিয়ে এই পরামর্শ দেয় শীর্ষ আদালত। 

উল্লেখ্য, আর্থিক তছরূপের মামলায় নিম্ন আদালত জামিন পান পরবিন্দর সিং খুরানা নামে এক ব্যক্তি। হাইকোর্ট সেই জামিন সাময়িক স্থগিত করে দেয়। মামলা যায় সুপ্রিম কোর্টে। বিচারপতি অভয় এস ওকা বলেন, জামিন স্থগিতকে হালকাভাবে নেওয়া উচিত নয়। 

খুরানাকে গত বছর ১৭ জুন জামিন দেয় নিম্ন আদালত। হাইকোর্ট সেই জামিন স্থগিত করে দেয়। সুপ্রিম কোর্ট চলতি বছরের ৭ জুন হাইকোর্টের আদেশ বাতিল করে খুরানাকে জামিন দেয়।

Leave a comment