Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ভোগান্তির মধ্যে পড়তে হবে ভারতকে: মোদির রাশিয়া সফর নিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Kibria Ansary

Published: 12 July, 2024, 07:36 PM
ভোগান্তির মধ্যে পড়তে হবে ভারতকে: মোদির রাশিয়া সফর নিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নয়াদিল্লি, ১২ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফর ঘিরে আগেই কড়া বার্তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সরাসরি নয়াদিল্লিকে ‘হুমকি’ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব গভীর। কিন্তু এতটাও গভীর নয় যে ওয়াশিংটনকে ‘অগ্রাহ্য’ করতে পারে নয়াদিল্লি।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্প্রতি প্রথমবার রাশিয়া সফরে যান নরেন্দ্র মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুকে জড়িয়ে ধরেন মোদি। কিন্তু সেই দৃশ্য দেখে ক্ষুব্ধ মার্কিন শীর্ষ আধিকারিকরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে চলছে ন্যাটো সম্মেলন। ঠিক সেই সময়েই মস্কো সফরে গিয়ে রাশিয়াকে ভারতের সব সময়ের বন্ধু বলে অভিহিত করেন মোদি। তাতেই ক্ষিপ্ত হয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গভীর হলে ভারতকে ‘ভোগান্তির মধ্যে পড়তে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান। তিনি বলেন, "রাশিয়াকে দীর্ঘমেয়াদি বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে ধরে নেওয়া মোটেও লাভজনক পদক্ষেপ নয়। কারণ, রাশিয়া চিনের ঘনিষ্ঠ। যেকোনো দিন ভারতের বিরুদ্ধে তারা সমর্থন করবে বেইজিংকে।"

দেশ - এর থেকে আরোও খবর

India will suffer US warns of Modi's visit to Russia

Leave a comment