Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ভিনেশ ফোগাটকে পদকজয়ীর মতোই সম্মান জানানো হবে: ঘোষণা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

Kibria Ansary

Published: 08 August, 2024, 06:26 PM
ভিনেশ ফোগাটকে পদকজয়ীর মতোই সম্মান জানানো হবে: ঘোষণা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

চন্ডিগড়, ৮ অগাস্ট: স্বপ্ন জয়ের লক্ষ্য থেকে ছিটকে যাওয়া ভিনেশ ফোগাটকে পদকজয়ীর মতো সম্মান জানাবে হরিয়ানা সরকার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তিনি বলেছেন, "৫০ কেজি বিভাগে সোনার লড়াইয়ের আগে অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিক থেকে অযোগ্য ঘোষিত কুস্তিগীর ভিনেশ ফোগাটকে পদকজয়ীর মতো সম্মান জানাবে হরিয়ানা সরকার।" রাজ্য সরকার অলিম্পিক গেমসে রুপোজয়ী পদকজয়ীদের যে পুরস্কার দেয়, সেই পুরস্কারই তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, স্বপ্ন জয়ের লক্ষ্য থেকে অল্পের জন্য ছিটকে যান ভিনেশ ফোগাট। ৫০ কেজি বিভাগে তার নামার কথা ছিল। কিন্তু ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন নির্ধারিত ওজনের থেকে তার বেড়ে গিয়েছে। প্যারিসের স্থানীয় সময় সকালে কুস্তিগীরের ওজন করা হয়। তবে নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরের। ফাইনালে তো তিনি নামতে পারবেন না, রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, ভিনেশ ফোগাট একজন অভিজ্ঞতাসম্পন্ন কুস্তিগীর। তিনি নিয়ম কানুন সব জানেন। তাই এই সমস্যা দেখা দেওয়ার কথা নয়। কারণ ৫০ কেজি বিভাগে নামার কথা থাকলে কুস্তিগীররা তার থেকে ওজন তার থেকে কমিয়ে রাখেন। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে লেখেন, "আমাদের হরিয়ানার সাহসী কন্যা ভিনেশ ফোগাট দুর্দান্ত প্রদর্শন করেছে এবং অলিম্পিকের ফাইনালে প্রবেশ করেছে। তিনি হয়তো কোনও কারণে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তবে তিনি আমাদের সকলের জন্য চ্যাম্পিয়ন।" একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েচে ভিনেশ ফোগাটকে পদক বিজয়ীর মতো করেই স্বাগত জানাবে এবং সম্মানিত করবে।

দেশ - এর থেকে আরোও খবর

Vinesh Phogat honored like a medalist Haryana Chief Minister announced

Leave a comment