Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হাথরাস: 'বিশৃঙ্খলাকারীদের রেহাই নয়' গোপন ডেরা থেকেই ভিডিয়ো বার্তায় সাফাই ভোলে বাবার

Kibria Ansary

Published: 06 July, 2024, 03:36 PM
হাথরাস: 'বিশৃঙ্খলাকারীদের রেহাই নয়' গোপন ডেরা থেকেই ভিডিয়ো বার্তায় সাফাই ভোলে বাবার

নয়াদিল্লি, ৬ জুলাই: উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় স্থানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। এবার সেই ঘটনায় প্রথম মুখ খুললেন ভোলে বাবা। তাঁর ভক্তদের মৃত্যু এবং এই ঘটনার জন্য 'গভীরভাবে দুঃখিত' বলে মন্তব্য করলেন স্বঘোষিত গডম্যান। শনিবার এক ভিডিয়ো বার্তায় বাবা বলেন, "ঈশ্বর আমাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। সরকার ও প্রশাসনের ওপর আস্থা রাখুন। আমার বিশ্বাস, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের রেহাই দেওয়া হবে না।" মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে স্বঘোষিত গডম্যানের বক্তব্য, "আমার আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যদের শোকাহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে বলেছি। আমি সারা জীবন তাদের সহায়তা করে যাবো।"

প্রসঙ্গত, ভোলে বাবা, যিনি নারায়ণ সাকার হরি নামেও পরিচিত। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর থেকে অধরা ছিলেন তিনি। তাঁর আইনজীবী এপি সিং গতকালই জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। তাঁর আইনজীবীর কথায়, "আমাদের কাছে জেলাভিত্তিক ক্ষতিগ্রস্থদের তালিকা রয়েছে এবং নারায়ণ সাকার হরির ট্রাস্ট পদপিষ্ট হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং বিয়ের খরচ বহন করবেন।" ভোলে বাবার পাশাপাশি আরেক অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরেরও আইনজীবী এপি সিং। তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশ, বিশেষ তদন্তকারী দল এবং এসটিএফকে জানানোর পর হাথরস মামলায় অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর আত্মসমর্পণ করেছেন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল দেখেছে দেশ। মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্ততপক্ষে ১২১ জন। আহত আরও শতাধিক। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। এটাহ ও হাথরস জেলার সীমান্তে ওই জায়গায় জমায়েতের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল। পুজো শেষ হতেই মন্দিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। ভিড় সরিয়ে তড়িঘড়ি পুণ্যার্থীদের উদ্ধার করে এটাহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। ক্রমেই বাড়তে থাকে আহত ও নিহতের সংখ্যা।

এদিকে পদপিষ্টে হতাহতের খবর শুনেই শোকপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

দেশ - এর থেকে আরোও খবর

Hathras Disruptors are not spared video message from a secret camp

Leave a comment