Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

বেঙ্গালুরু খুনে 'মুসলিম' নাম জড়িয়ে ভুল তথ্য, কাঠগড়ায় বহু সংবাদ মাধ্যম

Bipasha Chakraborty

Published: 28 September, 2024, 09:03 PM
বেঙ্গালুরু খুনে 'মুসলিম' নাম জড়িয়ে ভুল তথ্য, কাঠগড়ায় বহু সংবাদ মাধ্যম

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বরঃ 'মুসলিম' অনুভূতিকে কাজে লাগিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য পেশ! নৃশংস খুনের ঘটনায় এক মুসলিম যুবকের নাম জড়িয়ে সংবাদ পেশের অভিযোগ। সম্প্রতি বেঙ্গালুরুতে এক মহিলাকে হত্যা করে কুচিয়ে তার দেহাংশ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। ঘটনায় বেশ কয়েকটি সংবাদমাধ্যম, মিডিয়া চ্যানেল বলে খুনে জড়িত রয়েছে 'আশরফ' নামে এক মুসলিম যুবক। সংবাদমাধ্যমের এই ভুল তথ্য পরিবেশনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেছেন সমাজকর্মী ও সাংবাদিকরা।  

সম্প্রতি এই সংবাদমাধ্যমগুলি জানায়, ২৯ বছরের মহালক্ষ্মীকে খুন করে তার দেহ ৫৯টি টুকরো করে ফ্রিজে কুচিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। বৈদ্যুতিন সংবাদ মাধ্যম নিউজ-১৮, আজ তক, ইন্ডিয়া টুডে সহ আর বেশ কয়েকটি সংবাদ পরিবেশন করে মহালক্ষ্মীকে খুন করেছে আশরফ নামে এক যুবক। এদিকে ঘটনায় পুলিশ রঞ্জন মুক্তি রায় নামে সন্দেহভাজনের হদিশ পায়। পরে রঞ্জন এই খুনের কথা নিজের মাকে জানিয়ে আত্মহত্যা করেন।

উল্লেখ্য, নিউজ-১৮-এর নিউজ অ্যাঙ্কর আমন চোপড়া বেঙ্গালুরুর খুনের ঘটনাটিকে শ্রদ্ধা ওয়ালকারের খুনের ঘটনায় হত্যাকারী মুসলিম যুবক আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে তুলনা করে মুসলিমকে কাঠগড়ায় তুলে ধরেন। ইতিমধ্যেই আমন চোপড়া নিয়ম লঙ্ঘন করার শাস্তি পেয়েছেন। জানা গেছে, শো চলাকালীন আমন চোপড়া একাধিকবার শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনাকে সামনে এনে ফের 'মুসলিম যুবকের হাতে নৃশংস হত্যাকাণ্ড' বলে একাধিকবার সংবাদ পরিবেশন করতে থাকেন। সেইসঙ্গে নিউজ অ্যাঙ্কারকে বার বার প্রশ্ন তুলতে দেখা যায় আর কতজন 'আফতাবের' হাতে মানুষকে এইভাবে খুন হতে হবে। ভুল তথ্য পরিবেশন নিয়ে সমাজ মাধ্যম তোলপাড় হলেও সংবাদমাদ্যমগুলি এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। 

জনপ্রিয় সংবাদ উপস্থাপক রাজদীপ সারদেসাই এই সাম্প্রদায়িক কভারেজটিকে "সম্পূর্ণ লজ্জাজনক" বলে বর্ণনা করেছেন। বিশিষ্ট সাংবাদিক এম কে ভেনু বলেছেন, টিভি সংবাদ নিয়ন্ত্রক সংস্থার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে। এই অ্যাঙ্করকে তিরস্কার করা হয়েছে এবং অতীতে এই ধরনের বিষয়বস্তুর জন্য চ্যানেলটিকে শাস্তি দেওয়া হয়েছে।'

সমাজমাধ্যম কর্মী জিৎ বলেছেন, তিনি একাধিক অভিযোগ জানিয়েছেন, এইভাবে সাম্প্রদায়িক প্রচারের জন্য। চোপড়ার মতো একজন সাংবাদিক, সংবাদ উপস্থাপকের কঠোর শাস্তি পাওয়া উচিত। 

কংগ্রেসের মুখপাত্র লাভাল্য বল্লাল জৈন নিউজ ১৮-এর সাম্প্রদায়িক কভারেজকে "অপরাধী" এবং "জঘন্য" বলে বর্ণনা করেছেন। জৈন আরও বলেন, গত তিন দিনে তিনটি জাতীয় চ্যানেল কর্নাটক থেকে প্রাইম-টাইম নিউজ হিসাবে জাল খবর চালায়। বিজেপির হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে যা আসে তা এই চ্যানেলগুলি সেগুলি নিতে পারে'।

সাংবাদিক রাহুল দেব নিউজ-১৮ এর চিফ এক্সিকিউটিভ অফিসার, এডিটর-ইন চিফ রাহুল যোশী, বোর্ডের চেয়ারম্যান আদিল জৈনের, সংস্থার মালিক মুকেশ আম্বানির দিকে অভিযোগ তুলে বলেছেন' আপনারা কি সংবাদ উপস্থাপক আমন চোপড়া বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন? তিনি বার বার সাম্প্রদায়িকতাকে ইস্যুকে খবর পরিবেশন করেছেন। যা অসম্মানের। আপনাদের উত্তর দিতে হবে, কেনো আপনি তাকে চাকরি দিয়ে এতদিন ধরে দেশকে অস্থিতিশীল করতে দিচ্ছেন। এর পিছনে কি কোনও চাপ বা বাধ্যকতা কাজ করছে? 

Leave a comment