Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াইতে নিহত বাংলার জওয়ান, হামলার দায় স্বীকার করল কাশ্মীর টাইগার্স

Bipasha Chakraborty

Published: 16 July, 2024, 02:46 PM
কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াইতে নিহত বাংলার জওয়ান, হামলার দায় স্বীকার করল কাশ্মীর টাইগার্স

 

পুবের কলম, ওয়েবডেস্ক:কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাংলার যুবক। নিহতের নাম ব্রিজেশ থাপা। ২৭ বছর বয়সী যুবক দার্জিলিংয়ের বাসিন্দা। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা। ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন। বুধবার তাঁর কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ। জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। শোক প্রকাশ করেছেন জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপাও।

সোমবার কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে পাঁচ সেনা জওয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী হামলার দায় কাশ্মীর টাইগার্স

গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার সন্ধ্যে নাগাদ ডোডা টাউন থেকে ৫৫ কিলোমিটার দূরে এক জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল সিআরপিএস, সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই অভিযান চলাকালীন হামলা চালায় জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনা। উঁচু এলাকা ও ঘন জঙ্গল সত্ত্বেও জঙ্গিদের পিছু ধাওয়া করেন জওয়ানরা। দীর্ঘক্ষণ দু-পক্ষের গুলির লড়াই চলে। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। সোমবার রাতেই ৫ জনের মধ্যে ৪ জন জওয়ান শহিদ হন। মঙ্গলবার আহত জওয়ানের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর।

Leave a comment