Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল নিট-ইউজির কাউন্সেলিং

আবুল খায়ের

Published: 06 July, 2024, 03:26 PM
অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল নিট-ইউজির কাউন্সেলিং

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের বিতর্কের সূত্রপাত। অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হল ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির কাউন্সেলিং। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার অর্থাৎ ৬ জুলাই থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরু হবে। কিন্তু শনিবার তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

চলতি বছরের মে নিট ইউজির পরীক্ষা নেওয়া হয়। ৪ জুন যার রেজাল্ট প্রকাশ করে এনটিএ। এরপরই মেডিক্যাল প্রবেশিকায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। দেখা যায়, ৭২০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ৬৭ জন। কমপক্ষে ১৫৬৩ পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়। ৬৭ জন প্রথম স্থানাধিকারীদের নিয়ে শুরু হওয়া বিতর্ক থেকে দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁসের বিরাট চক্র সামনে আসে। এরপর নিট পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। এরপরই ফের ডাক্তারিতে স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু পরীক্ষা বসেন মাত্র ৭৫০ জন। শুধু তাই নয়, এই ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা।

ইতিমধ্যেই প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশের একাধিক রাজ্য থেকে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। এই আবহে ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয়েছিল, নিটে বড় মাপের অনিয়মের কোনও প্রমাণ মেলেনি। বলা হয়, সিবিআই তথাকথিত অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনওভাবেই নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে না। তাদের যুক্তি, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিপদে পড়বেন।

Leave a comment