Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মোদির আমন্ত্রণে নিমন্ত্রিত শেখ হাসিনা, 'রংপুরে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন খুলবে ভারত' জানালেন মোদি

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 02:08 PM
মোদির আমন্ত্রণে নিমন্ত্রিত শেখ হাসিনা, 'রংপুরে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন খুলবে ভারত' জানালেন মোদি

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  মোদির আমন্ত্রণে দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে মোদি-হাসিনার বৈঠক আজ। শনিবার প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে বলেন, রংপুরে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন খুলবে ভারত। টি-২০ বিশ্বকাপে আজ ভারত-বাংলাদেশ দুপক্ষকে আমার শুভেচ্ছা। সোনার বাংলাকে নেতৃত্ব দেওয়ার জন্য হাসিনা ধন্যবাদ জানান তিনি। অপরদিকে শেখ হাসিনা বলেন, আমাদের দু-দেশের বন্ধুত্ব আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

চিন সফরের আগেই ঝটিকা সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিমান বন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দেওয়া হয় গার্ড অফ অনার। সেখানেই হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন দুজনে। বৈঠকের আগে রাইসিনা হিলসে স্বাগত জানানো হয় হাসিনাকে। বেশ কিছুক্ষণ কথাও হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এদিন রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপনের পর হাসিনার হাতে তুলে দেওয়া হয় স্মারক। এছাড়াও এদিন দিল্লির রাজঘাটের মহাত্মা গান্ধির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার পর স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে।  

দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসবেন মোদি-হাসিনা। অন্তত ১৪টি চুক্তি ও মউ স্বাক্ষরের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ১০টির বেশি চুক্তি ও মউ স্বাক্ষর হতে পারে। এর মধ্যে অন্তত চারটির মেয়াদ শেষে পুনর্নবীকরণ হওয়ার কথা রয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে ফের ভারতে এসেছেন হাসিনা। নয়া ঋণনীতি নিয়েও আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

 

 

Leave a comment