Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হিন্ডেনবার্গ রিপোর্ট: চাপের মুখে মোদি সরকার, তদন্তের দাবিতে সরব বিরোধীরা

Kibria Ansary

Published: 12 August, 2024, 09:38 PM
হিন্ডেনবার্গ রিপোর্ট: চাপের মুখে মোদি সরকার, তদন্তের দাবিতে সরব বিরোধীরা

নয়াদিল্লি, ১২ অগাস্ট: হিন্ডেনবার্গ রিপোর্টে চাপের মুখে মোদি সরকার। সম্প্রতি শেষ হওয়া বাজেটের পর বিরোধীদের নানামুখী চাপের পর এবার সামনে এসেছে মোদি ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর টাকা বিদেশে পাচারের। শিল্পগোষ্ঠীর শেয়ারদরের কারচুপির তদন্ত যাদের করার কথা সেই শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ও তার স্বামীর বিরুদ্ধেই এবার অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। এর আগে আন্তর্জাতিক তদন্তকারি সংস্থাটি আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে কারচুপির অভিযোগ তোলে। নতুন এই অভিযোগ সামনে আসায় বেশ বেকায়দায় পড়েছে দেশটির বিজেপি সরকার।

শেয়ারের দাম বাড়িয়ে কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে অভিযুক্ত আদানি সংস্থার এই অপরাধ তদন্ত করছিল, দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবি। এবার হিন্ডেনবার্গ জানাচ্ছে, সেবির প্রধান মাধবী বুচ ও তার স্বামী ধবল বুচ আদানির ভাই বিনোদ আদানির অফসোর প্রতিষ্ঠানের অংশীদারই শুধু নন বরং আদানির বহু টাকা বিদেশে পাচারের সহযোগীও।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আদানি গোষ্ঠীকে মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে দাবি করা হয়। বলা হয়, বিজেপির শাসন আমলেই প্রচুর আর্থিক সম্পদ গড়েছেন গৌতম আদানি। নতুন অভিযোগ সামনে আসায় এবার বিরোধীরাও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এরই মধ্যে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা একটি সংসদীয় কমিটি গড়ে সব অভিযোগের তদন্তের দাবি তোলে। যদিও সরকারিভাবে এখনো কিছু বলা হয়নি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেবি প্রধান মাধবী ও ধবল বুচ দুজনেই জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যে রটানো হচ্ছে শুধুই চরিত্রহননের জন্য। অর্থ পাচার কিংবা তাদের আর্থিক কোনো লেনদেন করেননি তারা।

দেশ - এর থেকে আরোও খবর

Hindenburg report Modi govt under pressure opposition clamors for probe

Leave a comment