Mon, July 8, 2024

ই-পেপার দেখুন

টুকরো টুকরো করে কেটে মহিলাকে খুন, তদন্তে নেমে সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার

Kibria Ansary

Published: 05 July, 2024, 03:55 PM
টুকরো টুকরো করে কেটে মহিলাকে খুন, তদন্তে নেমে সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার

তিরুবন্তপুরম, ৫ জুলাই: মহিলাকে টুকরো টুকরো করে কেটে খুন করা হয়ছিল কেরলের মান্নারে। মৃতের নাম কালা। খুনের তদন্তে নেমে একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মহিলার দেহাংশ উদ্ধার করল পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার মান্নারের কাছে এরামাথুরে একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। তবে মৃত মহিলাকে যে খুন করা হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কালার স্বামী ইসরাইলে থাকা মূল অভিযুক্ত অনিলকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী দল। তদন্তকারী এক আধিকারিক বলেন, প্রায় ১৫ বছর ধরে চাপা পড়ে থাকায় দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলো পজিটিভ আইডির জন্য যথেষ্ট নয়।

তদন্তকারীদের বক্তব্য, তল্লাশিতে মাথার খুলি ও অন্যান্য কিছু হাড়গোড় উদ্ধার করা যায়নি। আমাদের সন্দেহ, অনিলের খুন করে দেহ লোপাটের আগাম প্লান করাছিল। এছাড়াও, যখন ট্যাঙ্কটি খোলা হয়েছিল, আমরা কিছু রাসায়নিকের উপস্থিতি সনাক্ত করেছি। ওই রাসায়নি শরীরে হাড় পচিয়ে দিতে সক্ষম। ঘটনার পর ট্যাঙ্কটি কয়েকবার পরিষ্কার করা হয়েছে বলেও আমাদের সন্দেহ।

সুরেশ কুমার নামে এক প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত জিনু, প্রমোদ ও সোমারাজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। তারা দেহটি ট্যাঙ্ক থেকে সরিয়ে নিয়েছে কিনা তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। জিনু অফিসারদের জানান, লাশ সেপটিক ট্যাঙ্কে পুঁতে ফেলা হয়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

Woman hacked to pieces body parts recovered septic tank under investigation Kerala Murder

Leave a comment