Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

এবার অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের জন্য নয়া ড্রেস কোড, মোবাইল নিষিদ্ধ

Bipasha Chakraborty

Published: 04 July, 2024, 08:51 PM
এবার অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের জন্য নয়া ড্রেস কোড, মোবাইল নিষিদ্ধ

 

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার নয়া ড্রেস কোড চালু হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের জন্য। আর গেরুয়া পোশাক আর পরবেন না পুরোহিতরা, তার বদলে এবার পুরোহিতদের দেখা যাবে হলুদ পোশাকে। সেই সঙ্গে পাল্টাচ্ছে পোশাকের ধরনও। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে এই মর্মে ইতিমধ্যেই জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। পাশাপাশি মন্দিরে মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। ট্রাস্টের তরফে জারি করা জানানো হয়েছে, পুরোহিতদের পরিধান হবে উজ্জ্বল হলুদ রঙের ধুতি, চৌবন্দি( বোতামের বদলে দড়িযুক্ত একধরনে কূর্তা)। মাথায় থাকবে পাগড়ি। নিরাপত্তার কারণে মন্দির চত্বরে ফোন পুরোহিতদের ফোন ব্যবহারে অনুমতি নেই।

উদ্বোধনের পর থেকেই মন্দির চত্বরে ভিড় হচ্ছে ভক্তদের। রাতভর থেকেই মন্দিরের সামনে ভিড় হচ্ছে ভক্তদের। বিদেশি ভক্তদের সংখ্যাও নেহাত কম নয়। আসতে থাকে বহু বিদেশি ভক্তরাও।

Leave a comment