Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

তীব্র তাপপ্রবাহের পরে প্রবল বৃষ্টির দাপটে বানভাষী দিল্লি, বিপর্যস্ত জনজীবন, জলবন্দি একাধিক এলাকা

ইমামা খাতুন

Published: 28 June, 2024, 03:06 PM
তীব্র তাপপ্রবাহের পরে প্রবল বৃষ্টির দাপটে বানভাষী দিল্লি, বিপর্যস্ত জনজীবন, জলবন্দি একাধিক এলাকা

 

 

 

 পুবের কলম,ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি।  তীব্র গরমের পর এবার জোরদার বৃষ্টি। টানা দুই দিনের বৃষ্টিতে নাজেহাল জনজীবন। শুধু তাই নয়, দিল্লিতে আরও বৃষ্টি হবে বলেই হাওয়া অফিস সূত্রে জানা গেছে।                                                                                                  

 

 

তীব্র দহন থেকে দিল্লি মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু এবার জলের সমস্যা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় প্রভাব পড়েছে। বেশ কিছু বিমান বাতিলও হয়েছে। শুক্রবার সকালেও পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় পরিষেবা খুব একটা স্বাভাবিক হয়নি। 

 

 

হাওয়া অফিস সূত্রে  খবর, দিল্লিতে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও  জারি রয়েছে ধারাবাহিকতা। এখনও পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার জেরে তাপমাত্রাও অনেকটাই নিম্নমুখী। একধাক্কায় ৩৫ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। গরমের সমস্যা মিটলেও জলের অস্বস্তিতে পড়ল দিল্লিবাসী। এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। যান চলাচলের অবস্থাও তথৈবচ। রাস্তায় রাস্তায় বিপুল যানজট। 

 

 

জানা গিয়েছে, মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, মিন্টো রোড, আনন্দ বিহার, মেহরৌলি, বদরপুর রোড, মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা বৃষ্টির জলের তলায় ডুবে গেছে।  রাস্তা প্লাবিত হওয়ার কারণে যান চলাচলেও প্রভাব ফেলেছে।  বহু এলাকায় রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়াও রাজধানীর মেইন রাস্তা, যেমন দিল্লি-মীরাট হাইওয়ে, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এমস যাওয়ার বহু রাস্তা জলের তোড়ে ভেসে গেছে। প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও।

 

 

 

Leave a comment