Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

অগ্নিকাণ্ডের জের, নিহতদের পরিবার পিছু ১২.৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কুয়েত সরকারের

ইমামা খাতুন

Published: 19 June, 2024, 06:57 PM
অগ্নিকাণ্ডের জের, নিহতদের পরিবার পিছু ১২.৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কুয়েত সরকারের
পুবের কলম,ওয়েবডেস্ক: কুয়েত অগ্নিকাণ্ডের জের। নিহতদের পরিবার পিছু ১২.৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ কুয়েত সরকারের। জানা গেছে, নিহত বাসিন্দাদের দূতাবাসগুলিতে ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ১২ জুন অর্থাৎ গত বুধবার দক্ষিণ কুয়েতের শহর মাঙ্গাফের অভিবাসী শ্রমিকদের একটি আবাসনে আগুন লাগে। সাততলা ভবনটিতে ১৯৬ জন বিদেশি শ্রমিক বসবাস করতেন। আগুনে ৪৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৬ জন ভারতীয়। তাঁদের মধ্যে বেশিরভাগই কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা। নিহতের মধ্যে পশ্চিমবঙ্গের একজন ছিলেন বলেও জানা গেছে। অন্যদিকে ৩ জন ফিলিপিন্সের বাসিন্দা। অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি। ক্ষতিপূরণের পুরো টাকা ঠিকঠাকভাবে নিহতদের পরিবারে পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট দূতাবাসগুলি। কুয়েতের পাবলিক প্রসিকিউটর অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। সংশ্লিষ্ট ঘটনায় বেশ কয়েকজন’কে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ড থেকে নিরাপত্তা এবং নিরাপত্তা সতর্কতার অবহেলার কারণে ভুলবশত হত্যা ও আঘাত সহ বেশ কিছু অভিযোগে আটক করা হয়েছে তাদের।

Leave a comment