Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

আইসক্রিমের মধ্যে মস্ত এক বিছে! অনলাইনে অর্ডার করে ফের বিপত্তি

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:36 PM

পুবের কলম, ওয়েবডেস্ক:  দুদিন আগেই আইসক্রিম থেকে বের হয়েছিল কাটা আঙুল। নামী এক কোম্পানির আইসক্রিম অর্ডার করে হাড়হিম করা ঘটনার সাক্ষী থেকেছেন এক মহিলা চিকিৎসক। ফের সেই আইসক্রিম ঘিরে বিপদের ঘনঘটা। এবার আইসক্রিমের ঢাকনা খুলতেই দেখা গেল মস্ত এক বিছে। যে মহিলা এই আইসক্রিমের অর্ডার করেছিলেন, তিনি এই অবস্থা দেখেই ভয়ে শিউরে ওঠেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা দীপা নামক এক মহিলা ব্লিনকিট থেকে আমূলের আইসক্রিম অর্ডার করেছিলেন। কিন্তু ঢাকনা খুলতেই দেখেন, ভিতরে জমে রয়েছে মস্ত একটা বিছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছাড়াও তিনি ব্লিনকিটে অভিযোগ জানান। ওই ডেলিভারি সংস্থার তরফে আইসক্রিমের দাম রিফান্ড করে দেওয়া হয় মহিলাকে। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, ব্লিনকিটের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমূল সংস্থার কাছেও অভিযোগ জানানো হবে। তবে সংস্থার তরফে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়নি।

ঘটনায় ফের সাধারণ মানুষের সুরক্ষা প্রশ্নের মুখে। খাবারের গুণগত মান নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

  

Leave a comment