Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

৭৯০০০ পয়েন্ট ছুঁয়ে রেকর্ড সেনসেক্সের, নজির গড়ল নিফটিও

ইমামা খাতুন

Published: 27 June, 2024, 08:07 PM
৭৯০০০ পয়েন্ট ছুঁয়ে রেকর্ড সেনসেক্সের, নজির গড়ল নিফটিও

 

 পুবের কলম,ওয়েবডেস্ক: ৭৯ হাজারের গণ্ডি ছুঁয়ে ইতিহাস গড়ল সেনসেক্স। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টা নাগাদ ইতিহাসে নাম লেখাল সেনসেক্স। পাশাপাশি সর্বকালের সেরা সূচকে পৌঁছে যায় নিফটিও। অন্যদিকে, ২৩ হাজার ৯৬৬.৪০ পয়েন্ট ছুঁয়ে ফেলল নিফটির সূচক। এদিন নিফটি ৯৭.৬ শতাংশ বৃদ্ধি হয়।  শুরুর দিকে বাজারের গতি কিছুটা মন্থর থাকলেও বেলা বাড়ার পর  উর্ধ্বমুখী হয়ে ওঠে সেনসেক্স এবং নিফটির সূচক। 
মূলত ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোর শেয়ারে বিনিয়োগ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকেই নয়া নজির গড়ে সেনসেক্স। ৩৩৯.৫১ পয়েন্ট বেড়ে প্রথমবার ৭৯ হাজার ছুঁয়ে যাক সূচক। একটা সময় সূচক দাঁড়িয়েছিল ৭৯,০১৩.৭৬-তে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিএসই সেনসেক্স ৭৯,৩৯৬ রেকর্ড উচ্চতায় পৌঁছায়। বাজার বন্ধ হওয়ার সময়  ৭৯,২৪৩ পয়েন্টে দাঁড়ায়। নিফটি ৫০-এর সূচক  ২৪,০৪৫-এ গিয়ে থামে।  
এদিন সর্বোচ্চ লাভবান সংস্থাগুলোর মধ্যে ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগকারীরা।
বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বৃহস্পতিবারে  প্রথমবার ৭৯,০০০-এর সীমা স্পর্শ করেছে। এ দিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির মোট বাজার মূলধন ছিল ৪৩৭.০২ লক্ষ টাকা। কিন্তু বাজার খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যে তা বেড়ে ৪৩৮.৪৬ লক্ষ কোটি টাকায় পৌঁছয়। যা পরে বেড়ে দাঁড়ায় ৪৩৯.০৭ লক্ষ কোটি টাকায়। বম্বে স্টক এক্সচেঞ্জে আজ ৩২৯৬টি শেয়ারের মধ্যে ২,০৬০টি শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে মূলত ১২টি শেয়ারের দামে বৃদ্ধি লক্ষ্য করা যায়। তবে ১৮টি শেয়ারের দামে পতন হয়েছে। লাভ ঘরে তুলেছে জেএসডব্লিউ স্টিল। 
বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৮৪.৪২ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়েছে। এদিন বাজার খুলতেই ৭৮,৭৫৮-এর স্তরে চলে যায় সেনসেক্স সূচক। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ২৩,৮৮১.৫৫ পয়েন্টে খোলে আজকের সেশনে। বুধবার অর্থাৎ ২৬ তারিখ ৭৮ হাজার ছাপিয়ে গিয়েছিল সেনসেক্স। ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে গেল সেই রেকর্ড। যাতে বেজায় খুশি বিনিয়োগকারী ও ট্রেডাররা।
 

Leave a comment