Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

'চিকিৎসা না করে রাস্তায় ফেলে দেওয়া হয়', ইটালিতে ভারতীয় শ্রমিকের মৃত্যুতে শাস্তির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী জর্জিয়ার

Bipasha Chakraborty

Published: 26 June, 2024, 07:57 PM
'চিকিৎসা না করে রাস্তায় ফেলে দেওয়া হয়', ইটালিতে ভারতীয় শ্রমিকের মৃত্যুতে শাস্তির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী জর্জিয়ার

 

নয়াদিল্লি, ২৬ জুন: ইটালিতে অমাবনিক আচরণের কারণে ভারতীয় শ্রমিকের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করলেন সেই দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মৃত শ্রমিকের নাম সতনাম সিং। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতীয় শ্রমিকের মৃত্যুর ঘটনাটি সংসদে উত্থাপন করে গভীরভাবে সমবেদনা জানান। মেলোনি বলেন, ভারতীয় শ্রমিকের সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণ করা হয়েছে। দোষীর কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন তিনি। 
জানা গেছে, ৩১ বছরের সতনাম ইটালিতে একটি চাষের জমিতে শ্রমিকের কাজ করতেন। তবে তাঁর কাছে আইনি কোনও কাগজপত্র ছিল না। গত সপ্তাহে কাজের সময় তার একটি হাত মেশিনের মধ্যে ঢুকে গিয়ে সেটি বাদ চলে যায়। সেই সময় তার কোনও চিকিৎসা না করিয়ে ওই শ্রমিককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়। মৃত্যু হয় সতনাম সিংয়ের। মৃতের পরিবার ও তার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠায়। 
এই মৃত্যুকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি সহ শ্রম আইনের দাবি জানায় তারা।
মধ্য ইতালির ল্যাজিও অঞ্চলে ভারতীয় সম্প্রদায়ের প্রধান গুরমুখ সিং বলেন, সতনাম সিংকে রাস্তায় কুকুরের মতো ফেলে রেখে হত্যা করা হয়েছে। প্রতিদিন এইভাবে শোষণ চলছে, এবার এর শেষ হওয়া প্রয়োজন।
সতনাম সিংয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কৃষিকাজে অমানবিক আচরণের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, এখানকার ক্ষেতের মালিকরা  বিভিন্ন দেশ থেকে কৃষকদের এনে এখানে কোনও আইনি নথি ছাড়াই অমানবিক পরিশ্রম করায়।  

পরম্বর সিং নামে ওপর এক ভারতীয় শ্রমিক জানিয়েছেন, সতনাম মারা গেছে। কাজ করতে গিয়ে আমারও একটি চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু মালিক জানিয়েছেন, এই চুক্তি আমার সঙ্গে ছিল না, তাই চিকিৎসা হবে না। সতনামের মতো আমাকেও এইভাবে একদিন মরতে হবে। দীর্ঘ ১০ মাস ধরে বিচারের আশায় রয়েছি।

Leave a comment