Sun, June 30, 2024

ই-পেপার দেখুন

নিট বাতিল করে রাজ্যের হাতে ফেরানো হোক- মোদিকে চিঠি লিখে দাবি মমতার

আবুল খায়ের

Published: 24 June, 2024, 06:31 PM
নিট বাতিল করে রাজ্যের হাতে ফেরানো হোক- মোদিকে চিঠি লিখে দাবি মমতার

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের পত্র প্রতিবাদ। নিট পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। নিট দূর্নীতি নিয়ে একদিকে দেশজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ। অন্যদিকে লোকসভা অধিবেশনের শুরুর দিনই ঐক্যবদ্ধভাবে বিরোধী ইণ্ডিয়া জোটের প্রতিবাদে সরগরম রাজধানী। এই অবস্থায় কেন্দ্রের উপর চাপ বাড়াতে সোমবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন মমতা। এ দিনের এই চিঠিতে মুখ্যমন্ত্রী নিট বাতিলের দাবির পাশাপাশি ডাক্তারি শিক্ষার প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করার দাবিও জানিয়েছেন। মমতা চিঠিতে দাবি করেছেন যে, কেন্দ্রীভূত এই পরীক্ষা ব্যবস্থায় দূর্নীতির জন্ম দিয়েছে। এই পরীক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দরিদ্র মেধাবী পড়ুয়ারা।

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'নিট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস, ঘুষ নেওয়া, বাড়তি নম্বর দেওয়া-এসব যা যা অভিযোগ উঠেছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইস্যুগুলির দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত কেন্দ্রের। সম্পূর্ণ, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তও প্রয়োজন। লক্ষ লক্ষ পড়ুয়ার মেডিক্যাল পড়ার স্বপ্নকে ভেঙেচুরে দিতে পারে এই ধরনের ঘটনা। এই ঘটনা যে কেবল মেডিক্যাল পড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে তাই নয়, গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই নড়বড়ে করে দেবে।'

মমতা মনে করিয়ে দিয়েছেন, 'এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ২০১৭ সালের আগে পর্যন্ত রাজ্যগুলি তাদের নিজেদের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করত এবং কেন্দ্রও আলাদা করে তা পরিচালনা করত। এই ব্যবস্থায় অনেক ভালভাবে পরীক্ষা নেওয়া যেত কোনও সমস্যা ছাড়া। পড়াশোনার মানও রক্ষা হতো। সর্বোপরি, রাজ্য সরকার যেখানে এক এক জন ডাক্তারি পড়ুয়ার পড়াশোনা ও ইন্টার্নশিপের পিছনে ৫০ লক্ষ টাকারও বেশি খরচ করে থাকে, সেখানে রাজ্যের তো স্বাধীনতা থাকাই উচিত, রাজ্যভিত্তিক জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পড়ুয়া বাছাই করে নেওয়ার।'

চিঠিতে তাঁর অভিযোগ, 'পুরনো পদ্ধতি বদলে যখন গোটা সিস্টেমটির কেন্দ্রীয়করণ করে 'নিট' পরীক্ষা চালু করা হল, তখন রাজ্যের হাতে আর কোনও নিয়্ন্ত্রণ রইল না। এটা মেনে নেওয়া যায় না। এটা দেশের গণতান্ত্রিক কাঠামোরও পরিপন্থী। শুধু তাই নয়, এই কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থায় ভয়াবহ দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে। এর ফলে কেবল ধনীরা টাকা দিয়ে মেডিক্যাল পড়ার সুযোগ পাচ্ছে। মেধাবী অথচ গরিব এবং মধ্যবিত্তরা পরিস্থিতির শিকার হয়ে পিছিয়ে পড়ছে।'

মুখ্যমন্ত্রী সবশেষে লেখেন, 'এই অবস্থায় আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে বিষয়টিতে গুরুত্ব দিন। আপনি এমন কোনও পদক্ষেপ করুন, যাতে নিট পরীক্ষার বদলে, রাজ্যগুলিতে পুরনো পরীক্ষা ব্যবস্থা ফিরে আসে। এতে ছাত্রদেরই ভাল হবে, গোটা পরীক্ষা পদ্ধতি আবার স্বাভাবিক হবে।'

উল্লেখ্য এরপূর্বে  আইন সংহিতা নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর আপত্তির কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।

 

 

 

Leave a comment