Sun, June 30, 2024

ই-পেপার দেখুন

সম্পত্তি বিবাদের জেরে বারাসতে ভাইপো খুন করেছে জেঠু- জানাল পুলিশ সুপার

আবুল খায়ের

Published: 23 June, 2024, 10:31 PM
সম্পত্তি বিবাদের জেরে বারাসতে ভাইপো খুন করেছে জেঠু- জানাল পুলিশ সুপার

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোকে খুন করলেন জেঠু৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের কাজিপাড়া এলাকায়৷ বছর ১১-র ফারদিন নবিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে জেঠু আঞ্জিব নবির বিরুদ্ধে৷ অভিযোগের ভিত্তিতে ধৃত আঞ্জিব নবিকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ৷ খুনের অভিযোগে দৃষ্টি ঘোরাতেই এলাকায় ছেলে ধরার উপদ্রবের গুজব ছড়ান।

রবিবার বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়ে দিলেন, ভাইপোকে খুন করেছেন জেঠু আঞ্জিব নবিই। পাশাপাশি, পুলিশ আরও জানিয়েছে, জেলা জুড়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির একের পর এক যে ঘটনা ঘটে চলেছে, তা আঞ্জিবেরই মস্তিষ্কপ্রসূত।

 

 

 

Leave a comment