Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বিকাশরঞ্জনের বদলে আর জি করে নির্যাতিতার বাবা মায়ের হয়ে লড়বেন বিলকিসের আইনজীবী

আবুল খায়ের

Published: 25 September, 2024, 01:43 PM
বিকাশরঞ্জনের বদলে আর জি করে নির্যাতিতার বাবা মায়ের হয়ে লড়বেন বিলকিসের আইনজীবী

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগামী সোমবার সুপ্রিমকোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি। এই শুনানিতে নির্যাতিতার মা বাবা হয়ে লড়বেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার।  বর্তমান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে তাঁকে বেছে নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির আগেই এই বদল। পরিবার সূত্রে জানা গেছে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আইনজীবী কোনও পারিশ্রমিক ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে এই মামলা লড়বেন। বৃন্দা দীর্ঘ কর্মজীবনে নারী ও শিশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বহু লড়াইয়ে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও তিনি। 
বৃন্দা গ্রোভার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টেফেনস কলেজ থেকে আইনের ডিগ্রি লাভের পর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে এসে ১৯৮৯ সালে তিনি ট্রায়াল কোর্টে প্র্যাকটিস শুরু করেন, যা পরে তাঁকে নিয়ে যায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দিকে। বিভিন্ন মানবাধিকার ও নির্যাতনবিরোধী মামলায় তিনি দেশের শীর্ষ আইনজীবীদের মধ্যে স্থান করে নিয়েছেন।
বৃন্দা গ্রোভারের সবচেয়ে আলোচিত মামলাগুলোর মধ্যে একটি হলো বিলকিস বানো ধর্ষণ মামলা। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ধর্ষিত বিলকিস বানোর হয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়েছিলেন, যেখানে তিনি গুজরাট সরকারের ১১ জন অপরাধীর মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর দৃঢ় ও সাহসী পদক্ষেপ এই মামলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল।
তাছাড়া তিনি ১৯৮৭ সালের হাসিমপুরা হত্যা মামলা, ২০০৪ সালের ইসরাত জাহান হত্যাকাণ্ড, ২০০৮ সালের কান্দামাল খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা সহ বহু মামলা পরিচালনা করেছেন।
আইনজীবী বদল প্রসঙ্গে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, “এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।”

Leave a comment