Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

দেশকে বদনাম করতে হিন্ডেনবার্গের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস: অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

Kibria Ansary

Published: 12 August, 2024, 05:24 PM
দেশকে বদনাম করতে হিন্ডেনবার্গের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস: অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ১২ অগাস্ট: হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট নিয়ে এবার কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। হিন্ডেনবার্গ রিসার্চ সঙ্গে কংগ্রেস জোট বেঁধে দেশের বদনাম করেছে বলে অভিযোগ তুললেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারি, মার্কিন শর্ট-সেলারের বিরুদ্ধে "কঠোরতম ব্যবস্থা" নেওয়া হবে।

হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে দাবি করা হয়েছে, যে সেবি আদানিদের ক্লিনচিট দিয়েছে, সেই সংস্থার প্রধানও আদানিদের থেকে সুবিধাপ্রাপ্ত। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয় যে, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান এবং তাঁর স্বামীর। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সেবির শীর্ষকর্তা মাধবী পুরী বুচ। এমকী আদানি গোষ্ঠীও এই অভিযোগ উড়িয়ে দাবি করেছে, সংস্থার সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সেবি চেয়ারপার্সন বা তাঁর স্বামীর সঙ্গে তাদের কোনও বাণিজ্যিক সম্পর্ক নেই।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি মন্তব্য করেন, “এখন বোঝা যাচ্ছে কেন তিনি ভীত ছিলেন।” এইসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা দাবি করলেন, হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে সেবির মতো একটি সাংবিধানিক সংস্থার কার্যক্রম এবং কর্তব্যে আপোস করা হয়েছে।

Leave a comment