Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

পঞ্জাবে ড্রাগ ওভারডোজে ১৪ জনের মৃত্যু, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ভগবন্ত মানের

Kibria Ansary

Published: 19 June, 2024, 06:21 PM
পঞ্জাবে ড্রাগ ওভারডোজে ১৪ জনের মৃত্যু, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ভগবন্ত মানের

চণ্ডীগড়, ১৯ জুন: গত দু'সপ্তাহে পঞ্জাবে ড্রাগ ওভারডোজে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পঞ্জাব সরকার। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে বিশেষ টাস্ক ফোর্স এবং পঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখা রাজ্যজুড়ে নয় হাজার মাদক বিক্রির কারবারিদের চিহ্নিত করেছে। এছাড়াও, ৭৫০টি হটস্পট জায়গাকে চিহ্নিত করেছে যেখানে নিষিদ্ধ পণ্য বিক্রি হয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যে মাদক ব্যবসা নির্মূলের অঙ্গীকার নিয়ে বলেন, "রাজ্যে মাদক ব্যবসা চলবে আর সরকার চুপ করে বসে থাকবে। তা হতে পারে না। মাদকের কারণে আমাদের ভবিষ্যত প্রজন্মকে শেষ হতে দিতে পারিনা। পঞ্জাব সরকার এটিকে নির্মূল করার জন্য বহুমুখী কৌশল গ্রহণ করেছে।"

পঞ্জাব পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মান বলেন, "ভোটের সময় রাজ্য পুলিশ প্রচুর নগদ ও মাদক বাজেয়াপ্ত করেছে। নিম্ন স্তরের পুলিশ কর্মীরা কখনও কখনও মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত থাকে, যার ফলে তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে। রাজ্য সরকার বেশ কয়েকজন পুলিশ কর্তাকে বদলি করেছে। যারা দীর্ঘদিন ধরে তাদের পদে বসে আছেন। পঞ্জাবের ডিজিপিকে অবিলম্বে প্রতিটি থানায় নিম্নপদস্থ আধিকারিকদের বদলি করতে বলেছি। এ ধরনের ১০ হাজারের বেশি কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।"

পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ভগবন্ত মান সাফ জানিয়েছেন, পুলিশ বিভাগে যারা মাদক কারবারিদের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক চোরাচালানের সঙ্গে কেউ জড়িত থাকলে এক সপ্তাহের মধ্যে তার সম্পত্তি বাজেয়াপ্ত ও ফ্রিজেড করা হবে।"

রাজ্য পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, "ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনের অধীনে একজন স্টেশন হাউস অফিসারের (এসএইচও) মাদক চোরা চালানকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে। গত দু'বছরে আমরা ৪৫৯টি মামলায় ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি।" তিনি আরও বলেন, "মহল্লা এবং গ্রামগুলিতে মাদক বিক্রির জায়গা চিহ্নিত করার নির্দেশ জারি করা হয়েছে। বিশেষ টাস্ক ফোর্স এবং গোয়েন্দা শাখা রাজ্যের ৯ হাজার রাস্তার ধারের মাদক বিক্রির কারবারিদের একটি তালিকা তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও রাজ্যে ৭৫০টি মাদকের হটস্পট চিহ্নিত করা হয়েছে।"

দেশ - এর থেকে আরোও খবর

Punjab cops identify 9 000 drug peddlers 750 hotspots where narcotics are sold

Leave a comment