Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'জামিন দেওয়া নিয়ম, জেল ব্যতিক্রম', এক মামলায় পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের

Kibria Ansary

Published: 14 August, 2024, 06:29 PM
'জামিন দেওয়া নিয়ম, জেল ব্যতিক্রম', এক মামলায় পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: আইনে 'জামিন দেওয়া নিয়ম, জেল ব্যতিক্রম'। মঙ্গলবার বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের এক মামলায় এমনই পর্যবেক্ষণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ, ইউএপিএ-র মামলায় অভিযুক্ত জালালউদ্দিন খান নামে এক ব্যক্তিকে জামিন দেওয়ার সময় এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, পাটনা জেলার ফুলওয়ারি শরিফ শহরে তাঁর সম্পত্তি নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগে তাকে গ্রেফাতার করা হয়। এদিন শীর্ষ আদালত বলেছে, "আদালত যদি যোগ্য মামলায় জামিন নামঞ্জুর না করে, তাহলে তা ২১ অনুচ্ছেদে প্রদত্ত অধিকারের লঙ্ঘন হবে।"

লাইভ ল'য়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিহার সফর এবং নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) অন্যান্য বেআইনি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ওঠে জালালউদ্দিন খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১, ১২১এ এবং ১২২ ধারা এবং ইউএপিএ-র ১৩, ১৮, ১৮এ এবং ২০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাকারীর আইনজীবী দাবি করেন, তিনি পিএফআই বা কোনও নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন। তার জড়িত থাকার বিষয়টি সম্পত্তি ভাড়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। বিশেষ এনআইএ আদালত এবং পাটনা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়।

দেশ - এর থেকে আরোও খবর

Supreme Court of India 'Bail is rule jail is an exception' UAPA

Leave a comment