Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আরজিকর:  তদন্তে খুশি নই , আন্দোলন চলবে, রবিবার পর্যন্ত তদন্তের কিনারায় এত দেরি কেনো: সোচ্চার চিকিৎসকেরা

Bipasha Chakraborty

Published: 12 August, 2024, 02:42 PM
আরজিকর:  তদন্তে খুশি নই , আন্দোলন চলবে, রবিবার পর্যন্ত তদন্তের কিনারায় এত দেরি কেনো: সোচ্চার চিকিৎসকেরা

 

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশের গোটা চিকিৎসকমহল। দ্রুত দোষীদের গ্রেফতার সহ একগুচ্ছ দাবিতে সরব জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি, ক্ষতিপূরণ দিতে হবে, অন ডিউটি চিকিৎসকদের যেনো সেমিনার হলে গিয়ে বিশ্রাম না নিতে হয়। আন্দোলন যেমন চলছিল, তেমন চলবে। অতি দ্রুততার সঙ্গে আমরা মামলা নিষ্পত্তি চাই। এদিন তারা প্রশ্ন তোলেন, রবিবার পর্যন্ত অত দেরি কেনো? এটা একটা গুরুত্বপূর্ণ মামলা।

আমাদের দাবি, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সব মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার নজরদারি চাই। আমরা আগেই  বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছি।

উল্লেখ্য,  আরজিকর কাণ্ডে গোটা দেশ জুড়ে জুনিয়র চিকিৎসকদের ডাকে কর্মবিরতিতে শিকেয় স্বাস্থ্য পরিষেবা।  দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি, ডঃ বাবা সাহেব অম্বেদকর মেডিক্যাল কলেজ সহ ১০টি হাসপাতালেও কর্মবিরতি চলছে। জরুরি বিভাগ সব বন্ধ। সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। পরিষেবা পাচ্ছেন না রোগীরা। মুমূর্ষু রোগীকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে।

মধ্যপ্রদেশেও এক চিত্র। ভোপালেও এইমসে চলছে বিক্ষোভ ও কর্মবিরতি। একইভাবে গুজরাটেও চিকিৎসকরা মোমবাতি মিছিল বের করে প্রতিবাদ জানান। আজ ভাদোদরার এসএসজি হাসপাতালের চিকিৎসকরা নিরাপত্তা বাড়ানোর দাবিতে মোমবাতি মিছিল করেন।  ‘নো সেফটি, নো ডিউটির স্লোগান দিচ্ছেন তারা। বিক্ষোভে সামিল কর্নাটকে জুনিয়র চিকিৎসকরা, বন্ধ রাখা হয়েছে পরিষেবা।

বেঙ্গালুরুর একাধিক হাসপাতালে চিকিৎসকরা কালো ব্যাজ ও ব্যান্ড পরে প্রতিবাদ দেখাচ্ছেন। এ বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) কর্নাটকের সভাপতি ডা. শ্রীনিবাস এস বলেন, “কলকাতার ঘটনা খুবই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ করছেন। সিনিয়র ডাক্তারাও প্রতিবাদে নামলে রোগীদের চিকিৎসায় সমস্যা হবে, তাই আগামী দুই-তিন দিনের মধ্যে বৈঠক করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। রাজ্যে ডেঙ্গি সহ একাধিক রোগ ছড়িয়ে পড়েছে। সব কিছু দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে

 

Leave a comment