Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

জম্মু ও কাশ্মীরের নির্বাচনের প্রস্তুতি, আজই বৈঠকে কমিশন-স্বরাষ্ট্র সচিব

Kibria Ansary

Published: 14 August, 2024, 05:14 PM
জম্মু ও কাশ্মীরের নির্বাচনের প্রস্তুতি, আজই বৈঠকে কমিশন-স্বরাষ্ট্র সচিব

শ্রীনগর, ১৪ অগাস্ট: জম্মু ও কাশ্মীরের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে কমিশন। আগামী সপ্তাহেই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন বলে খবর। ইতিমধ্যে ভূস্বর্গের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লার সাথে বৈঠক করবেন।

তিন সদস্যের নির্বাচন কমিশন গত সপ্তাহে কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে উপত্যকা রাজ্যে গিয়েছিলেন। জম্মুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাইরের বা অভ্যন্তরীণ কোনও শক্তি নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারবে না।

গত লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরে রেকর্ড সংখ্যা ভোট পড়েছিল। সেই প্রসঙ্গে রাজীব কুমার বলেছিলেন, "এই সক্রিয় অংশগ্রহণ শীঘ্রই বিধানসভা নির্বাচনের জন্য একটি বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। যাতে কেন্দ্রশাসিত অঞ্চলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে।" সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে বাতিল এবং ২০১৯ সালের অগাস্টে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে কেন্দ্র। সেই ঘটনার দীর্ঘ ৪ বছর পর উপত্যকা রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a comment