Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কংগ্রেস ক্ষমতায় আসলে অগ্নিপথ বাতিল করব: কেন্দ্রকে তোপ দেগে দাবি কংগ্রেস সাংসদের

Kibria Ansary

Published: 26 July, 2024, 05:39 PM
কংগ্রেস ক্ষমতায় আসলে অগ্নিপথ বাতিল করব: কেন্দ্রকে তোপ দেগে দাবি কংগ্রেস সাংসদের

নয়াদিল্লি, ২৬ জুলাই: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, "বিশ্বের অন্যতম পেশাদার সেনাবাহিনী হিসাবে পরিচিত ভারতীয় সেনা। বিশ্বজুড়ে অত্যন্ত উচ্চ পেশাদার খ্যাতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। তারা দেশ ও জাতির স্বার্থে নিজেদের জীবনবাজি রাখে।" মোদি সরকারের অগ্নিবীর প্রকল্প নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। কেন্দের বিরুদ্ধে ক্ষোভ উগরে থারুর বলেন, "এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে যুবকদের সেনার ৬ মাসের প্রশিক্ষণ দিয়ে তাদের ৩-৪ বছর কাজ করানো হবে। এতে ভারতীয় সেনাবাহিনীর জন্য উপলব্ধ প্রশিক্ষণ এবং পেশাদার সুযোগের গুণমানকে হ্রাস করা হচ্ছে।" কংগ্রেস সাংসদের কথায়, "আমি বিশ্বাস করি, এই প্রকল্প গভীরভাবে ভারতীয় যুবকদের ক্ষতি করবে। শুধুমাত্র পেনশনের অর্থ বাঁচাতে করতে এই প্রকল্প আনা হয়েছে। আমরা ক্ষমতায় এলে এই প্রকল্পটি বাতিল করব।"

গতকাল অগ্নিবীর প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে কেন্দ্রের মোদি সরকার। সমস্তরকম আধাসেনার নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন ভারতীয় আধা সেনাবাহিনীর প্রধানরা। একইসঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে জানিয়েছে বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফের শীর্ষকর্তারা।

সেনা সূত্রে খবর, প্রাক্তন অগ্নিবীরদের ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে। সব নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে তাদের। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়সে ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৫ বছর। পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হতে চলেছে ৩ বছর। তাঁদের শারীরিক সক্ষমতার জন্যও আলাদা করে পরীক্ষা দিতে হবে না। উল্লেখ্য, সেনাবাহিনীর লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছে। যাদের পোশাকি নাম ‘অগ্নিবীর’। চার বছরের মেয়াদ শেষে ১০ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে সেসময় ঘোষণা করে কেন্দ্র।

দেশ - এর থেকে আরোও খবর

Congress will cancel Agnipath if it comes to power Congress MPs demand of the Center

Leave a comment