Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হিন্ডেনবার্গের নজরে সেবি প্রধান, কে এই মাধবী পুরী বুচ

Bipasha Chakraborty

Published: 11 August, 2024, 07:13 PM
হিন্ডেনবার্গের নজরে সেবি প্রধান, কে এই মাধবী পুরী বুচ

নয়াদিল্লি, ১১ আগস্ট: হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। এবার ২০২৪ সালের মাঝামাঝি সময় ফের বড়সড় বোমা ফাটালো সেই হিন্ডেনবার্গ। এবার এই সংস্থার নজরে সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচের নাম। আদানি গ্রুপের একটি কোম্পানিতে মাধবী বুচের অংশীদারিত্ব রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ। তবে গোটা বিষয়টিকে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সেবি প্রধান মাধবী। 

২০২২ সালে সেবির চেয়ারপার্সন পদে মাধবী পুরী বুচের নিয়োগটাই ছিল বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সেই কোনও প্রথম মহিলা সেবির চেয়ারম্যান হন। এবার তার ভূমিকা প্রশ্নের মুখে। হিন্ডেনবার্গের দাবি, ১৮ মাস কেটে গেলেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের ব্যাপারে অদ্ভূতভাবে নিশ্চুপ সেবি। কারণ সূত্রের খবর, মাধবী বুচ ও তার স্বামী ধবল বুচের বিপুল বিনিয়োগ রয়েছে বিদেশে আদানি গোষ্ঠীর ভুয়ো সংস্থায়। ভারতে কর ফাঁকি দেওয়ার জন্য সে সব ভুয়ো সংস্থায় টাকা পাচার করা হয়েছে বেআইনি লেনদেনের মাধ্যমে। 

মুম্বইতে ১৯৬৬ সালে জন্ম হয় মাধবী বুচের। ছোট থেকে তার পড়াশোনা ও ক্যারিগ্রাফ ঊর্ধমুখী। অঙ্ক নিয়ে পড়াশুনা, পরে আইআইএম আমদাবাদ থেকে এমবিএ পাশ করেন। ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয় ১৯৮৯ সালে। সেই বছর আইসিআইসিআই ব্যাংকে যোগ দেন। আইসিআইসিআই ব্যাংকে বিভিন্ন দায়িত্ব পালন করেন মাধবী। পরে ২০০৯ সালে আইসিআইসিআই সিকিউরিটিজের সিইও হয়ে যান তিনি।  আইসিআইসিআই ব্যাংক ছাড়ার পর সাংহাইয়ের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেন মাধবী। পরে প্রাইভেট ইক্যুইটি ফার্ম গ্রেটার পেসিফিক ক্যাপিটালের সিঙ্গাপুর শাখা পরিচালনের দায়িত্ব পান। পরে ভারতে ফিরে আসেন মাধবী। ভারতে ফিরে এসে আইডিয়া  সেলুলার এবং এনআইআইটি লিমিটেডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যোগ দেন। পরে ২০১৭ সালে সেবির পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিয়োগ করা হয় মাধবী বুচকে। ২০২২ সালে সেবির চেয়ারপার্সন হন মাধবী। 

মাধবীর স্বামী ধবল বুচও একজন পেশাদার মানুষ। ১৯৮৪ সালে আইআইটি দিল্লি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি ব্ল্যাকস্টো এবং আলভারেজ ও মার্শাল নামে একটি সংস্থার সিনিয়র অ্যাডভাইসার পদে নিযুক্ত। ধবল বুচ গিল্ডান বোর্ডের নন একজিকিউটিভ ডিরেক্টর। আগে ধবল ভারতীয় একটি সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর ও চিফ প্রোকিওরমেন্ট অফিসার পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

Leave a comment