Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অনুমতি দিল গুজরাত হাইকোর্ট, শীঘ্রই মুক্তি পাচ্ছে আমির পুত্র জুনায়েদ এর সিনেমা 'মহারাজ'

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 21 June, 2024, 05:34 PM
অনুমতি দিল গুজরাত হাইকোর্ট, শীঘ্রই মুক্তি পাচ্ছে আমির পুত্র জুনায়েদ এর সিনেমা 'মহারাজ'

 

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: আর সমস্যা নয়। আইনি জটিলতা থেকে মুক্তি পেল আমির খানের পুত্র জুনায়েদ খানের সিনেমা 'মহারাজ'। ফলে খুব শীঘ্রই মুক্তি পাবে আমির পুত্রের ডেবিউ সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা রুখে দেওয়ার জন্য মামলা হয়েছিল গুজরাত হাইকোর্টে। বৈষ্ণবদের অপমান করা হয়েছে, এমন অভিযোগ তোলা হয়েছিল। যদিও সিনেমাটি নির্মিত হয়েছে একটি ঐতিহাসিক রায় ও এক অদম্য সমাজ সংস্কারকের লড়াইকে ঘিরে। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৮ জুন। কিন্তু মামলা আদালতে গড়ালে মুক্তি পেতে দেরি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতে জয় হল পরিচালকের। ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার পোস্টার ছাড়া আর কিছুই দেখা যায়নি। ট্রেলর প্রকাশ করা হয়নি।

উগ্রবাদীরা ইতিমধ্যেই সিনেমাটিকে নিয়ে 'হিন্দু–মুসলিম' রাজনীতি শুরু করেছে। অনেকে আমির পুত্রের সিনেমা বয়কটের ডাকও দিয়েছে। এক্স–এ ইতিমধ্যেই বয়কটের ঝড় তোলা হয়েছে। বয়কটের অন্যতম মুখ বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী স্বাধ্বী প্রাচী। তার সঙ্গে আছে সাঙ্গ–পাঙ্গরা।

কিন্তু কি কি সমস্যা মহারাজ ছবিতে? জানা গেছে, মহারাজ নামে সিনেমাটি ১৮৬২ সালের 'মহারাজ লাইবেল কেস' থেকে অনুপ্রাণিত।

মহারাজ লাইবেল কেসে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এক ধর্মগুরুর বিরুদ্ধে। অভিযোগ ছিল, আশারাম বাপুর মত, ওই ধর্মগুরুও নিজের শিষ্যাদের ধর্ষণ করত। ব্রিটিশ শাসিত ভারতে সাড়া ফেলে সেই মামলা। ধর্মগুরুর এমন কর্মকাণ্ডে মর্মাহত হয় দেশবাসী। সেই মামলার প্রেক্ষিতেই তৈরি হয়েছে ছবিটি। 'মহারাজা' সিনেমায় আমির পুত্র জুনায়েদ অভিনয় করেছেন গুজরাতের প্রখ্যাত সমাজ সংস্কারক করসানদাস মুলজির চরিত্রে।

করসানদাস মুলজি দাদাভাই নওরোজীর সমসাময়িক ছিলেন। নারীমুক্তির ক্ষেত্রে বিশাল অবদান ছিল তাঁর। নারী শিক্ষা, বিধবা বিবাহ সবটার জন্যেই জীবন দিয়ে লড়াই করেছিলেন মুলজি। ভারতের মার্টিন লুথার মনে করা হত তাঁকে। সেই জন্যে তাঁকে ইন্ডিয়ান লুথার বলে ডাকা হত। তিনি পরপর অনেক ধরণের পেশায় যুক্ত হয়েছিলেন। কখনও শিক্ষক, কখনও সম্পাদক, কখনও বা ব্যবসায়ী। কিন্তু তাঁর আত্মা ছিল সমাজ সংস্কারের প্রতি নিবেদিত। সম্পাদক থাকাকালীন বল্লভাচার্যদের নারী শিষ্যদের শ্লীলতাহানীর কথা জানতে পারেন মুলজি। পত্রিকায় সেকথা ফলাও করে ছাপেন। এরপর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন মহারাজরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মামলায় জয় হয় মুলজির। প্রমাণ হয়, যে অভিযোগ তোলা হয়েছিল, তা সত্য।

এই মুলজির চরিত্রেই অভিনয় করেছেন আমির পুত্র। আর তাতেই গোঁসা করেছে ক্ট্টরবাদীরা। তাদের বক্তব্য, হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে মহারাজা ছবিতে। আর সেখানে আমির পুত্র অভিনয় করেছেন। সেই কারনেই বয়কটের ডাক।

 

 

দেশ - এর থেকে আরোও খবর

maharaj junaid khan amir khan

Leave a comment