Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

দেশবাসীকে 'লুট' করছে টেলিকম সংস্থাগুলি, রিচার্জ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

Kibria Ansary

Published: 06 July, 2024, 05:43 PM
দেশবাসীকে 'লুট' করছে টেলিকম সংস্থাগুলি, রিচার্জ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

নয়াদিল্লি, ৬ জুলাই: কদিন আগেই মোবাইল রিচার্জ খরচ বাড়িয়েছে এয়ারটেল, জিও এবং ভোডাফোন। দেশের টেলিকম সংস্থাগুলি কীভাবে নিয়ন্ত্রণ ছাড়াই একতরফাভাবে শুল্ক বাড়ানোয় অনুমতি দেওয়া হল, প্রশ্ন তুলল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে "ক্রনি ক্যাপিটালিজম" এর অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা। দেশের ১০৯ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীকে 'লুট' করা হচ্ছে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা।

শুক্রবার কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এক সাংবাদিক সম্মেলনে বলেন, "গত ৩ জুলাই থেকে তিনটি বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জের দাম বাড়িয়েছে। এই খবর এলেও দেশে এর কী প্রভাব পড়বে সে খবর আসেনি। ৩ জুলাই থেকে মোদি সরকারের অনুমতিতেই দেশের তিনটি টেলিকম সংস্থা রিচার্জ বাড়িয়েছে। রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার ১০৯ কোটি ব্যবহারকারীর ওপর ৩৪,৮২৪ কোটি টাকার বোঝা চাপিয়েছে মোদি সরকার। তিনিই (মোদি) এই তিন সংস্থাকে দেশের ১০৯ কোটি গ্রাহককে দিয়ে ৩৪,৮২৪ কোটি টাকা আয় করার সুযোগ করে দিয়েছেন।" কটাক্ষ ছুড়ে তিনি বলেছেন, "মোদি ৩.০ আমলের এটাই আশীর্বাদ।"

কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে কীভাবে কোনও তদারকি বা নিয়ন্ত্রণ ছাড়াই একতরফাভাবে মোবাইলের রিচার্জ খরচ বাড়ানোর অনুমতি দেওয়া হল। ট্রাইয়ের (TRAI) এক তথ্য তুলে ধরে সুরজেওয়ালা বলেন, "ভারতের মোবাইল পরিষেবার বাজার একটি 'অলিগোপলি'। মাত্র তিনটি প্রধান বেসরকারী সংস্থা গোটা টেলিকম বাজারে আধিপত্য বিস্তার করেছে। রিলায়েন্স জিও (৪৮ কোটি ব্যবহারকারী), ভারতী এয়ারটেল (৩৯ কোটি ব্যবহারকারী), ভোডাফোন আইডিয়া (২২.৩৭ কোটি ব্যবহারকারী) রয়েছ। এদিকে সরকারি সংস্থাগুলির কাছে ১০ কোটি গ্রাহক রয়েছে।"

টেলিকম সংস্থাগুলির রিচার্জ বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস নেতার বক্তব্য, "৩ জুলাই থেকে রিলায়েন্স জিও তার গ্রাহকদের রিচার্জ খরচ ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করেছে। যার গড় বৃদ্ধি ২০ শতাংশ। এয়ারটেলের ১১ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করেছে, যার গড় বৃদ্ধি ১৫ শতাংশ। ৪ জুলাই থেকে ভোডাফোন-আইডিয়া ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৪ শতাংশ করেছে, যার গড় বৃদ্ধি ১৬ শতাংশ।"

সুরজেওয়ালা বলেন, "দুটি বিষয় লক্ষণীয় – তিনটি সংস্থা আলোচনার পরে সুদের হার বাড়িয়েছে। দ্বিতীয়ত হল প্রায় একই তারিখ ৩ এবং ৪ জুলাই থেকে খরচ বাড়ানো হয়েছে।" লোকসভা ভোট শেষ হওয়ার পর কেন সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।

দেশ - এর থেকে আরোও খবর

Telecom companies 'looting' countrymen Congress against Center over recharge hike

Leave a comment