Sun, September 22, 2024

ই-পেপার দেখুন

কেরল হাইকোর্টের 'মালয়ালি ব্রাহ্মণ' প্রধান পুরোহিত রায়ে নোটিশ সুপ্রিম কোর্টের

Bipasha Chakraborty

Published: 09 August, 2024, 08:32 PM
কেরল হাইকোর্টের 'মালয়ালি ব্রাহ্মণ' প্রধান পুরোহিত রায়ে নোটিশ সুপ্রিম কোর্টের

তিরুবন্তপুরম, ৯ আগস্ট: শুধু মালয়ালি ব্রাহ্মণরা শবরিমালা মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত হতে পারবে, সম্প্রতি একটি মামলার পর্যবেক্ষণে এমনটাই রায় দিয়েছিল কেরল হাইকোর্ট। যেই রায়’কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন দুই অ-ব্রাহ্মণ পুরোহিত। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়া সমন্বিত একটি বেঞ্চ কেরল আদালতের সেই রায়’এর বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

শুধু মালয়ালি ব্রাহ্মণরা শবরিমালা মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত হতে পারবে, সম্প্রতি একটি মামলার পর্যবেক্ষণে এমনটাই রায় দিয়েছিল কেরল হাইকোর্ট। যেই রায়’কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন দুই অ-ব্রাহ্মণ পুরোহিত। শুক্রবারে সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জল ভূঁইয়া সমন্বিত একটি বেঞ্চ কেরল আদালতের সেই রায়’এর বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

আবেদনকারী দুই ব্যক্তি কোর্ট’কে জানিয়েছেন, শবরিমালা মন্দিরের মেলসান্তিস (প্রধান পুরোহিত) হিসেবে তারা ভালো যোগ্যতাসম্পন্ন। তারপরেও কেন তাদের’কে এই পদ থেকে বঞ্চিত করা হচ্ছে? 

আবেদনকারীরা আরও জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তি’তে জানিয়েছেন, প্রধান পুরোহিত হিসেবে কেবলমাত্র মালয়ালি ব্রাহ্মণ এবং মালিকাপুরম মন্দিরের প্রধান পুরোহিতরা এই পদের জন্য আবেদন করতে পারবে। যা পুরোপুরি অন্যায্য। কারণ শবরিমালা মন্দিরের প্রধান পুরোহিত হতে যা যা দক্ষতা লাগার কথা সে সব গুণাবলি আমাদের রয়েছে। তাহলে আমরা কেন আবেদন করতে পারব না?  এই বিজ্ঞপ্তিতে সরাসরি জাত-ভিত্তিক বৈষম্য সর্বসমক্ষে স্পষ্ট হয়ে উঠছে। যা অগ্রহণযোগ্য। এছাড়া ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৫ এবং ১৭ অনুযায়ী মৌলিক অধিকারগুলি লঙ্ঘন করছে। 

তবে কেরল হাইকোর্টের বিচারপতি অনিল কে নরেন্দ্রন এবং পিজি অজিতকুমারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের রায়ে এটা জানিয়েছেন, পুজোর উদ্দেশ্যে মন্দিরে সবাড় প্রবেশের অধিকার রয়েছে। 

Leave a comment