পুবের কলম, ওয়েব ডেস্কঃ খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্যাটেলাইটের মাধ্যমে টোল সংগ্রহের কাজ। বর্তমানে প্রচলিত টোল ব্যবস্থার থেকে যা সম্পূর্ণ পৃথক। এই ব্যবস্থা চালু হলে এদিকে যেমন টোল প্লাজা গুলিতে কমবে ভীড় অন্যদিকে বৃদ্ধি পাবে টোল ট্যাক্স আদায়ের পরিমাণ।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি শুক্রবার রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে যুগান্তকারী এই পরিবর্তনের কথা উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বাস্তবায়ন করতে চলেছে। বর্তমানে এটি শুধুমাত্র নির্বাচিত টোল প্লাজাতেই হবে।
নতুন ব্যবস্থায় এই ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টোল সংগ্রহ করবে সরকার। নতুন টোল সিস্টেম জিপিএস এবং ক্যামেরার ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলির প্রয়োজন পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়ি এবং সরাসরি গাড়ি চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে টোল ট্যাক্স। কত কিলোমিটার ভ্রমণ করেছে সেই গাড়ি, তার উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ।
বর্তমানে যে টোল ব্যবস্থা দেখতে পাওয়া যায় সেগুলি আরএফআইডি (RFID) প্রযুক্তির ভিত্তিতে কাজ করে। এটি হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ। যা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে গাড়িগুলি শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সাহায্য করে। ১৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে দেশের সমস্ত টোল প্লাজায় বাধ্যতামূলক ভাবে বসানো হয় এই সিস্টেম।
একটি ক্যামেরা বসানো থাকে টোল গেটে। যা গাড়ির ফাস্ট্যাগ আইডি ট্র্যাক করে ব্যাঙ্ক মারফত টাকা কেটে নেয়। তবে নতুন জিপিএস ভিত্তিক সিস্টেম বসলে এই আইডির প্রয়োজন কমে যাবে। সরকারের মতে, নতুন টোল সিস্টেম টোল সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করে তুলবে।
এই মুহূর্তে প্রত্যেক টোল প্লাজাতে ট্যাক্সের পরিমাণ ফিক্সড রয়েছে। যত কিলোমিটারই ভ্রমণ করেন না কেন যা টাকা বেধে দেওয়া হয়েছে সেটাই জমা দিতে হয়। তবে নতুন ব্যবস্থা যোগ হলে এই টাকার অঙ্কে পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও ফাস্ট ট্যাগ
(Fastag) প্রবর্তনের ফলে, টোল প্লাজাগুলিতে গড় অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশ্বব্যাঙ্ককে টোল প্লাজায় প্রসেস স্ট্রিমলাইন এবং অপেক্ষার সময় কমানোর প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে পূর্বে জানিয়েছিলেন নীতীন গড়কড়ি।